রাজনীতি
গোপালগঞ্জে আহত নেতার পাশে বিএনপি
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ১২:০৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা বিএনপির এক নেতাকে মারধর করেছেন সেখানকার আওয়ামী লীগের কর্মীসমর্থকরা। গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের চিতশী গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল বশার হাওলাদার বাচ্চু (৫০) নামে ওই নেতা এখন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছেন।
এদিকে আহত ওই নেতার খোঁজ নিয়ে পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে ও পক্ষে আহত ওই বিএনপি নেতাকে আজ সোমবার গোপালগঞ্জে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এসময় সাথে ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবর। নেতৃদ্বয় বিএনপি নেতা আবুল বাশার বাচ্চু হাওলাদারের শারীরিক খোঁজ খবর নেন এবং যেকোনো সময় পাশে থাকার আশ্বাস দেন।