খেলা
বিসিবির বোর্ড সভায় যোগ দিলেন পাপন
স্পোর্টস রিপোর্টার
(৮ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, ২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:২০ অপরাহ্ন
আজ অনুষ্ঠিত হচ্ছে বিসিবির বোর্ড সভা। সেখানে যোগ দিতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন বোর্ড সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। দুপুর ২টা ২৫ মিনিটে মিরপুরে পৌঁছান পাপন। এসময় বিসিবির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মূলত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাশ করে মন্ত্রীত্ব পাওয়ায় পাপনকে জানানো হয় এই অভিনন্দন।
অনেক আগেই হওয়ার কথা ছিল বিসিবির এই বোর্ড মিটিং। তবে জাতীয় নির্বাচনের কারণে তা পিছিয়ে যায়। লম্বা সময় পর হতে যাওয়া এই সভার আলোচনায় থাকছে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়। তারমধ্যে আগ্রহের কেন্দ্রবিন্দুতে বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত প্রতিবেদন, জাতীয় দলের নেতৃত্ব ও নির্বাচক প্যানেল।