রাজনীতি
‘প্রেসিডিয়ামের জরুরি’ বৈঠক ডেকেছেন রওশন এরশাদ
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ৯ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার, ৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:০৬ পূর্বাহ্ন

ফাইল ছবি
জাতীয় সম্মেলনকে সামনে রেখে শনিবার প্রেসিডিয়ামের জরুরি বৈঠক ডেকেছেন সাবেক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। ‘চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর’ এই প্রথম প্রেসিডিয়ামের বৈঠক ডাকলেন তিনি।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, শনিবার বেলা সাড়ে ১১ টায় রাজধানীর গুলশানস্থ চেয়ারম্যানের বাসভবনে প্রেসিডিয়ামের এই সভা অনুষ্ঠিত হবে। এতে সাবেক ও বর্তমান- প্রেসিডিয়াম সদস্য, সংসদ সদস্য এবং পার্টির শীর্ষ নেতৃবৃন্দকে বৈঠকে ডেকেছেন রওশন এরশাদ।
এতে আরও বলা হয়, সভায় জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন আয়োজনে করণীয় ও প্রস্তুতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে আলোচনা করা হবে। বৈঠক শেষে দশম জাতীয় সম্মেলন ও পার্টির পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বেগম রওশন এরশাদ।