ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

রাজনীতি

শিক্ষানীতি নিয়ে জাতি উদ্বিগ্ন: খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার

(৭ মাস আগে) ৯ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার, ৫:০২ অপরাহ্ন

mzamin

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, বর্তমান শিক্ষানীতি ও পাঠ্যক্রম নিয়ে পুরা জাতি আজ উদ্বিগ্ন। নতুন পাঠ্যপুস্তকে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতাকে বিসর্জন দেয়া হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের নৈতিকভাবে দুর্বল কারার জন্য পাঠ্যক্রমে শরীফার গল্প ঢুকানো হয়েছে। 
শুক্রবার রাজধানীর বিজয়নগরস্থ মজলিস মিলনায়তনে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের ‘মজলিসে শুরার অধিবেশনে’ এসব কথা বলেন তিনি। 

আবদুল কাদের বলেন, শিক্ষায় নৈতিকতার সংকটের ফল হচ্ছে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাদের দ্বারা স্বামীকে বেঁধে স্ত্রীর উপর পৈশাচিকতার ঘটনা। ৯০ ভাগ মুসলমানের দেশে এ ধরণের বিতর্কিত শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। এ অনৈতিক শিক্ষাক্রমের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, সীমান্তে 

বাংলাদেশি নাগরিক হত্যা প্রতিরোধে বর্তমান সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। ভারত সীমান্তে বাংলাদেশ নাগরিকদের হত্যাকাণ্ড থামছে না। এখন মিয়ানমার সীমান্তেও বাংলাদেশি নাগরিকরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। বর্তমান সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে দেশের সার্বভৌত্ব হুমকির মুখে পড়েছে। 

খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল, দক্ষিণ সহ সভাপতি হাফেজ মাওলানা নূরুল হক, মাওলানা ফারুক আহমদ ভুঁইয়া, আলহাজ্ব মো. আবদুর রহমান, সহ সাধারণ সম্পাদক মুফতী সাইফুল হক, বায়তুলমাল সম্পাদক মুহা. সেলিম হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক মাস্টার কেতাব আলী মল্লিক, সহ বায়তুলমাল সম্পাদক আব্দুল হান্নান, শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক এবিএম শহিদুল ইসলাম প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status