বিশ্বজমিন
পাকিস্তানের নির্বাচনে এক আসনে জিতলো বিএনপি
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ৯ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার, ৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১২ অপরাহ্ন

পাকিস্তানের নির্বাচনে একটি আসনে জয় পেয়েছে বেলুচিস্তান ন্যাশনাল পার্টি (বিএনপি)। দলটির প্রার্থী মির আসাদুল্লাহ বেলুচ পাঞ্জগুর-১ আসন থেকে জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ২৬৩ ভোট। অপরদিকে তার বিরোধী প্রার্থী মুহাম্মাদ আসলাম বেলুচ পেয়েছেন ৪ হাজার ৫৪৭ ভোট। ওই আসনে মাত্র ২৮.৭৩ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
পাঠকের মতামত
পাকিস্তানের গনতন্ত্রও সামরিক ষড়যন্ত্রের মুখে অবিচল,সেখানে আমাদের গনতন্ত্র মৃত লাশ হয়ে হীমঘরে।'রাত পোহাবার কত দেরী,পান্জেরী?'.....
Interestingly, there is a BNP in Pakistan,
যাই হোক পাকিস্তানের মতো দেশেও বিএনপি নামক দল আছে।
জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখে তৃপ্তির ঢেকুর তুলে প্রশান্তির অহমিকা।
আশিক আল মামুন ডোজটা পরিমান একটু বেশি হলো নাকি ?
বাংলাদেশের বিএনপি একবার জিতেছে ২৯টা একবার জিতেছে ৭টা আসনে -এবার নির্বাচন করলে হয়ত পাকিস্তান বিএনপির মত ১টা আসনেই জিততো