ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

সিআরপির ফান্ড রাইজিংয়ে লাল হাভেলীর গালা ডিনার

কাফি কামাল, যুক্তরাজ্য থেকে

(১ বছর আগে) ২৯ জুন ২০২২, বুধবার, ২:৪১ অপরাহ্ন

mzamin

বাংলাদেশে পক্ষাঘাতগ্রস্ত বা দুর্ঘটনায় শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষের চিকিৎসা ও পুনর্বাসনের এক অনন্য প্রতিষ্ঠান সিআরপি। দেশ-বিদেশের মানুষের অনুদানের অর্থে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) সুনামের সাথে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে দীর্ঘ পাঁচদশক ধরে। পাশাপাশি চিকিৎসাসেবার বিকাশে শিক্ষাকার্যক্রম চলছে সিআরপিতে। স্বাস্থ্য, সেবা ও শিক্ষার এমন প্রতিষ্ঠান বাংলাদেশে কম। ইংরেজ মেয়ে ভ্যালোরি টেইলরের হাতে সাভার থেকে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির ব্যাপ্তি এখন দেশজুড়ে। সিলেট বিভাগেই রয়েছে তাদের তিনটি শাখা। প্রতিষ্ঠানটির জন্য অনুদান সংগ্রহে রোববার যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ড অঞ্চলের ওয়ালসালে অনুষ্ঠিত হয়েছে একটি চ্যারিটি গালা ডিনার। খ্যাতনামা রেস্টুরেন্ট লাল হাভেলীর স্পন্সরে অনুষ্ঠিত গালা ডিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালোরী টেইলর ওবিই। লাল হাভেলী রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাংকুইটিং হলের কর্ণধার আবুল হোসেনের শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে শুরু হয় চ্যারিটি গালা ডিনার অনুষ্ঠান। সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালোরীর প্রতি বাংলাদেশে তার মহতি উদ্যোগ ও কার্যক্রমের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন
সেই সঙ্গে নিজেকে এই প্রতিষ্ঠানের কার্যক্রমের সাথে যুক্ত করতে পেরে আনন্দ প্রকাশ করেন। তিনি অনুষ্ঠানে আগত অতিথিদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে ভ্যালোরী টেইলর বাংলাদেশে সিআরপির কার্যক্রম ও দীর্ঘ পাঁচদশকের পথচলায় নানা অভিজ্ঞতা বর্ণনার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনাও তুলে ধরেন। তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রমকে অব্যাহত রাখতে যুক্তরাজ্যসহ নানা দেশে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির প্রতি সহযোগিতার হাত বাড়িতে দেয়ার আহ্বান জানান। চ্যানেল এস-এর সিনিয়র সাংবাদিক ফারহানের উপস্থাপনায় অনুষ্ঠানে ওয়েস্ট মিডল্যান্ড অঞ্চলের ওয়ালসাল সাউথ আসনের এমপি ভ্যালোরি ভাস, ডাডলি নর্থ আসনের এমপি মার্কো লঙ্গি, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ওয়েস্ট মিডল্যান্ড অঞ্চলের সাবেক সভাপতি ও ব্যবসায়ী জিম কুপার, ভ্যালোরি টেইলর ট্রাস্টের চেয়ারম্যান বেন ক্লাকসন, ভিটিটির ট্রাস্টি মোকতার হোসাইন, আবদুর রশীদ, মিসেস রশীদসহ বৃহত্তর বার্মিংহামে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির বেশ কয়েকজন ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তি বক্তব্য দেন। অনুষ্ঠানে সিআরপির কার্যক্রমের উপর দুইটি মিনি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। গালা ডিনারে ওয়ালসলসহ বার্মিংহামে বসবাসরত বাংলাদেশী কমিউনিটিসহ নানাদেশের অন্তত দুইশতাধিক মানুষ অংশ নেন। লাল হাভেলীর গালা ডিনারে সিআরপির জন্য প্রায় পঞ্চাশ হাজার পাউন্ড অনুদান সংগৃহিত হয়। এছাড়া অংশগ্রহনকারীদের একটি উল্লেখযোগ্য অংশ মাসিক ও বাৎসরিক অনুদান দেয়ার জন্য ভিটিটির নির্ধারিত ফরম পুরণ করেন। অনুষ্ঠানের শেষপর্বে ছিল ডিনার ও গানের আয়োজন।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status