বিশ্বজমিন
লাহোরে পরাজিত হচ্ছেন নওয়াজ, মরিয়ম: পিটিআই, ৫০ বছরের ইতিহাসে বড় অঘটন: মুশাহিদ
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ৯ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার, ১১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১২ অপরাহ্ন

ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দাবি করেছে, লাহোরে সব আসনে পরাজিত হচ্ছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) নওয়াজ শরীফ, মরিয়ম নওয়াজ ও আলিম খান। তারা ফর্ম ৪৫ ব্যবহার করে ফল উল্টে দেয়ার পরিকল্পনা করেছেন। এ জন্য পিটিআইয়ের সব প্রার্থী এবং তাদের এজেন্টদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
ওদিকে সাংবাদিক, লেখক মুশাহিদ হোসেন ৮ই ফেব্রুয়ারির নির্বাচনকে পাকিস্তানের গত ৫০ বছরের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় আপসেট হিসেবে আখ্যায়িত করেছেন। এক্সে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেছেন। সেখানে একটি চার্ট ব্যবহার করেছেন তিনি। তাতে একটি প্রক্ষেপণে দেখানো হয়েছে পিএমএলএন ৪৪ আসনে জয় পেতে যাচ্ছে। পিপিপি ২৮ আসনে, এমকিউএম ৯, জামায়াতে ইসলামী ৪ আসনে, স্বতন্ত্ররা ১২৫ আনে এবং অন্যরা ১৫ আসনে জয় পেতে যাচ্ছে।
পাঠকের মতামত
পাকিস্তানের নির্বাচনী ব্যবস্থার উপর কেউ হস্তক্ষেপ করতে পারে না, তাই ইমরান খান এবং তার দল নির্বাচনে অংশ নিতে মরিয়া ছিল। দলীয় ভাবে অংশ নিতে না পারলেও স্বতন্ত্র ভাবে নির্বাচনে অংশ নিচ্ছে এবং ভালো ফলাফল করছে।
Pkastani Residence 95% with Imran Khan ,
PTI jindabad. In connection with my professional activities, I meet many Pakistani citizens in Canada. They hate leaders of PMLN, fot