ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

রাজনীতি

কারাগারে বিএনপির আরেক নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ৮ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ৭:৪৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৪২ পূর্বাহ্ন

mzamin

কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন বিএনপির আরেক নেতা। তিনি হলেন- রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারি মহিপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলাম (৩৫)। বৃহস্পতিবার রংপুর কারাগারে অসুস্থ হয়ে মারা যান তিনি। এ নিয়ে গত তিন মাসে কারাগারে বিএনপির ১৩ জন নেতা মারা গেলেন।  এদিকে কারা কর্তৃপক্ষের অবহেলা এবং সুচিকিৎসার অভাবেই মনোয়ারুল ইসলামের অকাল মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান দখলদার ও জুলুমবাজ সরকারের নিরবচ্ছিন্ন জুলুম-নির্যাতনে গ্রেপ্তারকৃত বিএনপি নেতাকর্মীরা একের পর এক কারাগারে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছেন। তারই ধারাবাহিকতায় কারাগারে মনোয়ারুল ইসলামের মৃত্যু হলো। এটি সরকারি অত্যাচারের আরও একটি মনুষ্যত্বহীন দৃষ্টান্ত। কারাগারে বিএনপি নেতাকর্মীদের মৃত্যুর হিড়িক চলছে। সরকারি নির্যাতন ও কারাকর্তৃপক্ষের অবহেলার কারণে কারাগারে বিএনপির অসুস্থ নেতাকর্মীরা অহরহ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। বিএনপিকে নিশ্চিহ্ন করার এটি একটি নতুন অধ্যায়, যা জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। চিকিৎসা না পেয়ে কারাগারে বিএনপি নেতাকর্মীদের মৃত্যুর জন্য বর্তমান সরকারই দায়ী। মনোয়ারুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি

 

 

পাঠকের মতামত

হে আল্লাহ তুমি উনার মৃত্যুটিকে শহদী মৃত্যু হিসাবে কবুল করুন, উনার পরিবারকে এই শোক বহন করার ক্ষমতা দাও এবং যে বা যারা উনার মৃত্যুর জন্য দায়ি তাদের উপযুক্ত স্বাস্তির ব্যবস্হা কর।

মো: আজিজুল হক
৯ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার, ৩:৫৯ পূর্বাহ্ন

ইন্না-লিল্লাহ,,, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক,,,, রাতের পর দিন ইনশাআল্লাহ

Abdur Razzak
৮ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ১০:৫৮ পূর্বাহ্ন

কিন্তু কয়ে দিন এই নেতারা বা দেশের মানুষ এদের মনে রাখবে ????????????????

হাফিজ মোহাম্মদ
৮ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ১০:৩৮ পূর্বাহ্ন

ইন্না-লিল্লাহ,,, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক,,,, রাতের পর দিন ইনশাআল্লাহ

Emon
৮ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ৮:৫৫ পূর্বাহ্ন

নীতিবানরা অন্যায়ের প্রতিবাদ করতে করতে নিজের জীবন উৎসর্গ করতে পারে তবুও অন্যায়ের সাথে আপোস করতে জানে না

মুহাম্মদ আবুল কালাম
৮ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ৮:২৬ পূর্বাহ্ন

বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের উপর যেভাবে অত্যাচার-নির্যাতন হয়েছে। এই অভিশাপে জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাবে আওয়ামী লীগ।

Manjurul Alam
৮ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ৭:২৯ পূর্বাহ্ন

যাদের জানের চেয়ে দল বড় তারা ধরা খেয়ে মরে যাবে। বলদ আর বিএনপি সমার্থক হয়ে গেছে।

Hasan Khan
৮ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ৬:৫২ পূর্বাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status