রাজনীতি
সংরক্ষিত আসনে আওয়ামী লীগের টিকিটে এমপি হতে চান ১৫৪৯ জন
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ৮ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৪২ পূর্বাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের টিকিটে এমপি হতে দলটির মনোনয়ন ফরম কিনেছে ১ হাজার ৫৪৯ জন। ৫০টি আসনের বিপরীতে আওয়ামী লীগ এককভাবে এবার ৪৮ জনকে নারী আসনের জন্য মনোনীত করবে। এ জন্য গত তিনদিন ধরে মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া হয়। রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া হয়। ফরম বিক্রি বাবদ ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা আয় করেছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার বিকেল ৫টায় কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে মঙ্গলবার থেকে ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। যা আজ বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত চলে। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কমিটিতে থাকা নেত্রীদের পাশাপাশি বিনোদন অঙ্গনের তারকারাও মনোনয়ন ফরম কিনেছেন। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সূত্র বলছে, এখন পর্যন্ত ১৩ তারকা মনোনয়ন ফরম কিনেছেন। তারা হলেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, তারিন জাহান, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, শিমলা, শাহনূর, তানভীন সুইটি, মেহের আফরোজ শাওন, শমী কায়সার, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, ঊর্মিলা শ্রাবন্তী কর ও শামিমা তুষ্টি।
পাঠকের মতামত
সবাইকে বানানো হক বসার জন্য একটা চেয়ার কিনলেতো আর সমসা থাকে না
Who will decide who are selected for female MP posts? The student leaders of BANGLADESH CHATRA LEAGUE? Or some seasoned predators like MURAD HASAN?
অপ্রয়োজনীয় এই সংরক্ষিত আসন ব্যবস্থা বাতিল করে জনগণের ট্যাক্সের টাকার অপচয় রোধ করুন।