খেলা
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা
স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৪, সোমবারভারতের বিপক্ষে প্রথম ম্যাচ হারলেও আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথাগত ছয় দল নয়, ১২ দল নিয়ে হবে সুপার সিক্স পর্ব। যেখানে থাকবে গ্রুপিং সিস্টেম। পয়েন্টের হিসেবেও থাকছে নতুন নিয়ম। এ কারণে প্রথম ম্যাচ হারা বাংলাদেশ সুপার সিক্স পর্বে কিছুটা ব্যাকফুটেই থাকবে। এবারের ফরম্যাট অনুযায়ী, প্রতিটি গ্রুপ থেকে সেরা তিনটি দল সুপার সিক্স পর্বের টিকিট নিশ্চিত করেছে। যেখানে ‘এ’ ও ‘ডি’ গ্রুপের দলগুলো থাকবে এক গ্রুপে। আরেক গ্রুপে থাকবে ‘বি’ ও ‘সি’ গ্রুপের দলগুলো। এই দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। সুপার সিক্সের এক গ্রুপে ছয় দল থাকলেও, প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। অন্য গ্রুপের দুই দলের বিপক্ষে খেলবে দলগুলো। ফলে ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে উঠে আসা বাংলাদেশের প্রতিপক্ষ ‘ডি’ গ্রুপের ১ম এবং ৩য় দল। সেক্ষেত্রে সুপার সিক্সে বাংলাদেশ খেলবে নেপাল ও পাকিস্তানের বিপক্ষে। নেপালের বিপক্ষে সুপার সিক্সে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১শে জানুয়ারি। আর ৩রা ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে জুনিয়র টাইগাররা ।
এই দুই ম্যাচ জিতলেও সেমিফাইনাল নিশ্চিত হবে না বাংলাদেশের। কারণ, গ্রুপ পর্বের পয়েন্টও যুক্ত হবে এই পর্বে এসে। ভারতের কাছে হারা বাংলাদেশের সে কারণে রান রেটের দিকেও নজর দিতে হবে।