খেলা
বোলারদের ওপর নাখোশ ডমিঙ্গো
স্পোর্টস ডেস্ক
(৩ বছর আগে) ২৬ জুন ২০২২, রবিবার, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৫২ অপরাহ্ন

সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা ছিল বাংলাদেশের। দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলেন খালেদ-মিরাজরা। কিন্তু সেই চাপ ধরে রাখা যায়নি। নিয়ন্ত্রণহীন বোলিংয়ের ফায়দা তুলেছে উইন্ডিজ। শিষ্যদের এমন বোলিংয়ে হতাশ বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো।
৬৭/০ নিয়ে খেলতে নামা উইন্ডিজ ১৩৭/৪ সংগ্রহ নিয়ে লাঞ্চ বিরতিতে যায়। ১ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় স্বাগতিক দল। এর মধ্যে একই ওভারে ২ উইকেট তুলে নেন পেসার খালেদ আহমেদ। কিন্তু দ্বিতীয় সেশন কাটে সাফল্যহীন। তৃতীয় সেশনে মাত্র একটি উইকেট তুলে নিয়ে সক্ষম হন সাকিবরা। ডমিঙ্গো বলেন, ‘এই মুহূর্তে গল্পটা টেস্ট ক্রিকেটের মতোই, একটা সেশন ভালো কেটেছে আমাদের, আরেক সেশন খুবই বাজে। হয়তো ছেলেরা অধৈর্য হয়ে গিয়েছিল। টানা যথেষ্ট পরিমাণে আঁটসাঁট বোলিং করে ওদেরকে চাপে ফেলতে পারিনি আমরা, যেটা পেরেছিলাম প্রথম সেশনে। খুবই হতাশার এটি।’
‘প্রথম সেশনে আমরা দারুণ বোলিং করেছি। লাঞ্চের পর সেটা ধরে রাখতে পারিনি। উইকেটের জন্য বোলিং করতে গিয়ে কিছু আলগা বল করেছি। যখন ওভার দা উইকেট করার কথা, তখন রাউন্ড দা উইকেট করেছি। যথেষ্ট পরিমাণে ধৈর্য না ধরে মৌলিক কিছু ভুল করেছি।’
লম্বা সময় ধরে প্রতিপক্ষকে চাপে রাখতে পারার দক্ষতা এখনও অর্জন করতে পারেনি বাংলাদেশ দল। ঠিক এ কারণেই দল পিছিয়ে পড়ছে বলে মনে করেন ডমিঙ্গো। তিনি বলেন, ‘বার্তাটা সবসময়ই থাকে ডট বল করে চাপ গড়ে তোলা। রান রেট নিয়ন্ত্রণে রাখা। উইকেট নেওয়ার জন্যই আমাদের সেই প্রক্রিয়াটা দরকার। কিন্তু উইকেটের তাড়নায় আমরা অনেক বেশি আলগা বল করে ফেলেছি। ধৈর্য ধরা, শৃঙ্খলা রাখা, এই প্রক্রিয়াগুলোয় আমরা জোর দিয়েই বলে যাচ্ছি। কিন্তু যথেষ্ট লম্বা সময় ধরে আমরা তা করতে পারছি না। আমরা এক সেশন করতে পারি, আরেক সেশনে পারি না। লম্বা সময় চাপ ধরে রাখতে পারি না।’