বাংলারজমিন
জুড়ীতে বন্যার পানিতে ডুবে যাওয়া নিখোঁজ চা শ্রমিকের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২৬ জুন ২০২২, রবিবারমৌলভীবাজারের জুড়ী উপজেলায় বন্যার পানিতে ডুবে নিখোঁজের দু’দিন পর রণ রিকমন (৪০) নামের এক চা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল চা শ্রমিক রণ রিকমনের লাশ ভেসে ওঠে। রণ রিকমনের বাড়ি উপজেলার ধামাই চা বাগানের নতুন টিলা এলাকায়। জানা যায়, বন্যায় ধামাই বাগানের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। রণ রিকমন বাড়িতে যাওয়ার রাস্তায় কোমর সমান পানি। আর রাস্তার দুই পাশের নিচু জমিতে ১০ থেকে ১২ ফুট পানি। বুধবার রাত ৯টার দিকে স্থানীয় একটি দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস কিনে বাড়ি ফিরছিলেন। অপেক্ষা করে তিনি নৌকা না পেয়ে হেঁটে রওনা হন পানি দিয়ে। একপর্যায়ে বাড়ির সামনে তিনি ডুবে যান। এ সময় রণ রিকমনের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে সাঁতার কেটে এসে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে কুলাউড়া খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস কর্মীরা রণ রিকমনের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে উদ্ধারে ব্যর্থ হয়ে সিলেটে ডুবুরী দলকে খবর দিলে উদ্ধারে নামেন ডুবুরী দল। তারাও ব্যর্থ হন। এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী গণমাধ্যমকর্মীদের জানান, রণ রিকমনের লাশ পানিতে ভেসে উঠলে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।