বাংলারজমিন
নড়াইলে ট্রলি চাপায় মাদ্রাসাছাত্র নিহত
নড়াইল প্রতিনিধি
২৬ জুন ২০২২, রবিবারনড়াইলের কালিয়ায় বালু বোঝাই ট্রলি চাপায় আসিফ মিনা (১৭) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। গতকাল সকালে উপজেলার খড়রিয়া-নওয়াপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। আসিফ খড়রিয়া গ্রামের হিরু মিনার ছেলে। জানা যায়, কালিয়া উপজেলার খড়রিয়া রহিমা হাবিব দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র আসিফ গতকাল সকাল ৯টায় মোটরসাইকেলযোগে মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। মোল্যা বাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রলি তাকে চাপা দিলে সে মারাত্মক আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে চিকিৎসার জন্য খুলনা নেয়ার পথে মারা যায়। এ নিয়ে গত দেড় মাসে নিষিদ্ধ ঘোষিত ট্রলিগাড়ির চাপায় ৩ জন নিহত হলো। কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম বলেন, ট্রলি গাড়িটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত
১
দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ
৩
মুরাদনগরে ধর্ষণকাণ্ড / ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনায় প্রধান আসামি শাহ পরান গ্রেপ্তার
১০