ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন ৫ই সেপ্টেম্বর

কূটনৈতিক রিপোর্টার
২৪ জুন ২০২২, শুক্রবার

পূর্ণ দ্বিপক্ষীয় সফরে আগামী ৫ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি যাচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রস্তাবিত ৩ দিনের সফরের মাঝামাঝিতে সরকার প্রধানদ্বয়ের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক হবে। সেগুনবাগিচা বলছে, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে বাংলাদেশের সরকারপ্রধান ৭৬তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন, এটা নিশ্চিত। তার ঠিক আগে আগে দিল্লি সফরের প্রস্তুতি নেয়া হচ্ছে। সরকার প্রধানদ্বয়ের ব্যস্ততা এবং অন্য গুরুত্বপূর্ণ কর্মসূচি বিবেচনায় ৬ই সেপ্টেম্বর দুই শীর্ষ নেতার বৈঠকের একটি সøট পাওয়া গেছে। সেটি ধরেই প্রস্তুতি-পর্ব এগিয়ে চলছে। সে ক্ষেত্রে সবকিছু ঠিক থাকলে প্রস্তাবিত শীর্ষ বৈঠকের আগের দিন অর্থাৎ ৫ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি পৌঁছাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা ওই সফর কর্মসূচিকে এখনো ‘চূড়ান্ত’ বলতে রাজি নন। তাদের মতে, কোনো পক্ষে বড়ধরনের অসুবিধা না হলে আগস্টের ২৫-২৬ তারিখ নাগাদ সরকারপ্রধানের দিল্লি সফরের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। ঢাকা ও নয়াদিল্লি একসঙ্গে ঘোষণাটি প্রচার করবে, এটাই রেওয়াজ। সে পর্যন্ত সফরটি ‘প্রস্তাবিত’ বলতে চান তারা। উল্লেখ্য, গত ১৯শে জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশন-জেসিসি বৈঠকে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত দিল্লি সফর নিয়ে আলোচনা হয়েছে। সেখানেই ৬ই সেপ্টেম্বর হাসিনা-মোদি বৈঠক হতে পারে মর্মে আলোচনা হয়। দিল্লি থেকে ফিরে বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছিলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। ২০১৯ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী সর্বশেষ ভারত সফর করেন।

 

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status