বাংলারজমিন
মাধবপুরে বাড়ছে বন্যার পানি
বানভাসি মানুষের পাশে উপজেলা প্রশাসন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
২৪ জুন ২০২২, শুক্রবার
হবিগঞ্জের মাধবপুরে বন্যাকবলিত দিশাহারা অসহায় মানুষজন গবাদিপশু ও শিশু সন্তান নিয়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ২৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। উপজেলার বাঘাসুরা, ছাতিয়াইন, নোয়াপাড়া, বুল্লা, আদাঐর ও আন্দিউড়া ইউনিয়নের প্রায় ৫০টি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। আশ্রয়কেন্দ্রেগুলোতে শিশুসহ নারী-পুরুষ আশ্রয় নিচ্ছেন। পানি বাড়ার সঙ্গে সঙ্গে আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষের সংখ্যাও বাড়ছে। বাড়ছে হাহাকার। এমন ভয়াবহ বিপর্যয়ের মধ্যে মাধবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল দুপুর থেকে উপজেলার ৫টি বন্যাকবলিত ইউনিয়ন ও পৌরসভার আশ্রয়কেন্দ্রগুলোতে পানিবন্দি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ বিতরণ করা হয়েছে। এতে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন বানভাসি অসহায় মানুষগুলো। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন জানান, মাননীয় প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসকের নির্দেশে বন্যাকবলিত মানুষদের খাদ্য সহয়তা পৌঁছে দিচ্ছি, সবসময় তাদের খোঁজখবর রাখছি, প্রয়োজনে তাদেরকে আরও সহায়তা করা হবে।