খেলা
অপরাজিত চ্যাম্পিয়ন আম্বার স্পোর্টিং ক্লাব
স্পোর্টস রিপোর্টার
২২ ডিসেম্বর ২০২৩, শুক্রবারঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেটে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আম্বার স্পোর্টিং ক্লাব। শিরোপা নির্ধারণী ম্যাচে গতকাল তারা ধানমণ্ডি প্রগতি সংঘকে ৬ উইকেটে হারায়। এদিন আগে ব্যাটিং করে ৩৯ ওভারে ১১৩ রানে অলআউট হয় ধানমণ্ডি। তাদের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার সাগর ইসলাম আপন। তার ৪৭ বলের ইনিংসে ছিল ২ চার ও ৪টি ছক্কা।
১১৪ রান তাড়া করতে নেমে শুরুতেই উদয় ভূঁইয়ানকে হারায় আম্বার। ১১ বলে ৫ রান করেন তিনি। পরের বলেই শূন্যরানে ফেরেন ফজলে নাঈম। এরপর দলের হাল ধরেন রিফাত শানজিদ ও বিরাজ চন্দ্র রায়। ৪৫ রান করে ফেরেন রিফাত। তবে অপরাজিত ২৫ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন বিরাজ। এ ছাড়া নিশিত কুমার ১৮ ও সুজন হাওলাদার করেন ১৮ রান।
লীগে সব মিলিয়ে ১৬ ম্যাচ অপরাজিত থেকে শিরোপা জিতলো আম্বার। যেখানে প্রথম রাউন্ডে ১১ ও সুপার লীগে ৫ ম্যাচ। এর মধ্যে একটি ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। আম্বারের উদয় ভূঁইয়া ৪১৬ রান নিয়ে আসরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন। এ ছাড়া বোলারদের মধ্যে আম্বারের বাঁহাতি স্পিনার রাজিব ভূঁইয়া ৩৫ উইকেট নিয়ে বোলারের মধ্যে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি।