দেশ বিদেশ
নির্জন কারাগারে সুচি
মানবজমিন ডেস্ক
২৪ জুন ২০২২, শুক্রবার
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে এবার একটি নির্জন কারাগারে পাঠিয়েছে সামরিক জান্তা। বৃহস্পতিবার সামরিক জান্তার মুখপাত্র মেজর জেনারেল জাওয়া মিন তুন এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, এটা নিশ্চিত যে, সুচিকে কারাগারে স্থানান্তর করা হয়েছে আইন অনুযায়ী। তাকে একটি আলাদা কারাগারের একটি নির্জন স্থানে রাখা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে আরও বলা হয়, ২০২১ সালের ১লা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর সেনাবাহিনী ক্ষমতা কেড়ে নেয়। সুচিকে পাঠায় রাজধানী ন্যাপিডতে বিশেষভাবে নির্মিত এক অজ্ঞাত স্থানে। সেখানেই তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল।
অং সান সুচি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী। গত রোববার তার বয়স হয়েছে ৭৭ বছর। কমপক্ষে ২০টি ফৌজদারি অপরাধে তাকে অভিযুক্ত করা হয়েছে। এসব অভিযোগ মিলিয়ে তার কমপক্ষে ১০০ বছর জেল হতে পারে। অভিযোগের মধ্যে আছে বহুবিধ দুর্নীতি, নির্বাচনী আইন লঙ্ঘন এবং রাষ্ট্রীয় সিক্রেট বিষয়ক আইন লঙ্ঘনের অভিযোগ। সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সুচি।