বাংলারজমিন
দাউদকান্দিতে গ্রাম পুলিশ সদস্যদের সাইকেল প্রদান
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
(২ দিন আগে) ২৩ জুন ২০২২, বৃহস্পতিবার, ২:৪৪ অপরাহ্ন

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় কর্মরত ১৫ ইউনিয়নের সকল গ্রাম পুলিশ সদস্যদের মাঝে তাদের দায়িত্বপ্রাপ্ত কাজের সুবিধা আর গতি আনার লক্ষ্যে ৫৪ টি বাইসাইকেল বিতরণ করেন দাউদকান্দি উপজেলা প্রশাসন। বুধবার বিকেলে উপজেলা চত্বরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ও জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ১৫ টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেলগুলো বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন।