ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

মালয়েশিয়ার বিপক্ষে জয় চায় মেয়েরা

স্পোর্টস রিপোর্টার
২৩ জুন ২০২২, বৃহস্পতিবার
mzamin

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সবশেষ খেলেছিল গত বছরের সেপ্টেম্বরে। উজবেকিস্তানে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ‘জি’ গ্রুপে নিজেদের দুই ম্যাচেই বড় ব্যবধানে হারে গোলাম রাব্বানী ছোটনের দল। এরপর বয়স ভিত্তিক দলের ব্যস্ততা থাকলেও মেয়েদের জাতীয় দলের কোনো ম্যাচ ছিল না। প্রায় ৯ মাস পর মালয়েশিয়ার সঙ্গে ফিফা ফ্রেন্ডলি দিয়ে আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামছে বাংলাদেশ। কমলাপুর স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে এই ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৬শে জুন।  এই ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলিয়ে আসন্ন নারী সাফ চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমসের জন্য দল প্রস্তুত করতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সব ঠিক থাকলে আগস্টে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা নেপালে। সেপ্টেম্বরে চীনে রয়েছে এশিয়ান গেমস। মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দুটি হওয়ায় কথা ছিল সিলেট জেলা স্টেডিয়ামে। কিন্তু সিলেট ও আশপাশের এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় কমলাপুরে ম্যাচ আয়োজন করতে হচ্ছে বাফুফেকে। তবে কমলাপুরের মেয়াদোত্তীর্ণ টার্ফ নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। প্রথম ম্যাচের আগেই টার্ফ দেখে অসন্তুষ্টি প্রকাশ করেছেন মালয়েশিয়ান নারী দলের কোচ। দলটির কোচ জ্যাকব জোসেফ বলেন, ‘ভেন্যুর টার্ফ খুব শক্ত। এটা ইনজুরির কারণ হতে পারে। আমরা শুধুমাত্র এটার কারণে ভয় পাচ্ছি। এখানে অনুশীলনের পর কয়েকজন খেলোয়াড় হাঁটু এবং পেশির ইনজুরির অভিযোগ করেছে। আশা করছি, ম্যাচ ভালো হবে।’ তবে এসব নিয়ে ভাবছেন না বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬১ ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়ার বিপক্ষে ভালো ফুটবল উপহার দিতে চান বাংলাদেশ নারী ফুটবল দলের এই কোচ। ২০১৭ সালে সিঙ্গাপুরে মালয়েশিয়ার কাছে ২-১ গোলে হার দেখেছিল বাংলাদেশ। তবে ঢাকার দুটি ম্যাচ জিততে চাইছেন ছোটন। তিনি বলেন, ‘জেতার জন্য আমরা মাঠে নামবো। আমাদের কোনও দুর্বলতা নেই। আগে ছিল বোধহয়। এখন অনুশীলন করে সবকিছু শুধরে নিয়েছি।’ নিজেদের প্রস্তুতি নিয়ে ছোটন বলেন, ‘রোজার পর থেকে কঠোর অনুশীলন করেছি। অ্যাডুকেশনাল ক্লাস হয়েছে মেয়েদের। আমরা পুরোপুরি প্রস্তুত এই দুই ম্যাচের জন্য। ধন্যবাদ বাফুফেকে এই ম্যাচের জন্য। দলের তিনজন ছাড়া সবারই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।’ কোচ ছোটন বলেন, ‘এই ম্যাচে মালয়েশিয়া ফিজিক্যাল ফিট। অভিজ্ঞতায়ও এগিয়ে। তাই ম্যাচেও এগিয়ে থাকবে তারা।’ অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘দীর্ঘ ৮-৯ মাস পর ফিরছি। র‌্যাংঙ্কি কিছু সময় মেটার করে। কিছু সময় ভালো কেটেছে। মূল  ফোকাস থাকবে এই ম্যাচে। র‌্যাঙ্কিংয়ে ফেরার সুযোগ এটি আমাদের জন্য। এটা গুরুত্বপূর্ণ।  ফোকাস থাকবে দেশের মানুষকে ভালো খেলা উপহার দেয়ার। আশা করি হতাশ করবো না।’ মালয়েশিয়া দল আগামী ১১ই জুলাই ফিলিপাইনে টুর্নামেন্ট খেলবে। তাদের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডের মতো দল। সেই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে তাদের ঢাকায় আসা। দুটি প্রীতি ম্যাচে প্রস্তুতিটা ঝালিয়ে নিতে চাইছেন জানিয়ে দলটির কোচ জ্যাকব জোসেফ বলেন , ‘আমরা এখানে সেই টুর্নামেন্টের প্রস্তুতি নিতে এসেছি। আমরা জানি বাংলাদেশের মেয়েরা উন্নতি করছে। ভারতকে (সাফ অনূর্ধ্ব-১৯) হারিয়েছে সমপ্রতি। ম্যাচ দুটি ভালোই হবে।’

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status