খেলা
মালয়েশিয়ার বিপক্ষে জয় চায় মেয়েরা
স্পোর্টস রিপোর্টার
২৩ জুন ২০২২, বৃহস্পতিবার
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সবশেষ খেলেছিল গত বছরের সেপ্টেম্বরে। উজবেকিস্তানে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ‘জি’ গ্রুপে নিজেদের দুই ম্যাচেই বড় ব্যবধানে হারে গোলাম রাব্বানী ছোটনের দল। এরপর বয়স ভিত্তিক দলের ব্যস্ততা থাকলেও মেয়েদের জাতীয় দলের কোনো ম্যাচ ছিল না। প্রায় ৯ মাস পর মালয়েশিয়ার সঙ্গে ফিফা ফ্রেন্ডলি দিয়ে আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামছে বাংলাদেশ। কমলাপুর স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে এই ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৬শে জুন। এই ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলিয়ে আসন্ন নারী সাফ চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমসের জন্য দল প্রস্তুত করতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সব ঠিক থাকলে আগস্টে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা নেপালে। সেপ্টেম্বরে চীনে রয়েছে এশিয়ান গেমস। মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দুটি হওয়ায় কথা ছিল সিলেট জেলা স্টেডিয়ামে।