ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

রকমারি

২২০ টনের হোটেলকে সরালো ৭০০ বার সাবান

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ১৩ ডিসেম্বর ২০২৩, বুধবার, ১:০১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৩৮ অপরাহ্ন

mzamin

হ্যালিফ্যাক্স, নোভা স্কোটিয়া, কানাডার একটি পুরোনো হোটেল। ১৮২৬ সালে তৈরি হয়েছিল  বাড়িটি। পরে সেটি হোটেলে রূপান্তরিত হয়। নাম ভিক্টোরিয়ান এলমউড হোটেল। ২০১৮ সালে বাড়িটি ভেঙে ফেলার কথা হয়। সেই সময় এগিয়ে আসে ‘গ্যালাক্সি প্রপার্টিস’ নামের এক সংস্থা। তারা ঐতিহাসিক বাড়িটি কিনে ফেলে। ঠিক হয় ২২০ টন ওজনের বিপুল ভারী হোটেলটিকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। সাধারণত  রোলার বা অন্য যন্ত্রের সাহায্যে কোনও বাড়িকে স্থানান্তরিত করা হয়। কিন্তু এক্ষেত্রে ৭০০ বার সাবানের সাহায্যে হোটেলটিকে স্থানান্তরিত করা হলো।কাজে সাহায্য করেছিল দুটি এক্সক্যাভেটর ও একটি ট্রাক।  এটিকে  একটি পরিকল্পিত অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের সাথে সম্পৃক্ত করার চেষ্টা চলছে। 

এলমউড একটি বিশাল ২২০-টনের  কাঠামো। কিন্তু এস রুশটন কনস্ট্রাকশনের দলটি এই  অসাধ্য  সাধনের জন্য এগিয়ে আসে । তারা ফেসবুকে এই পদক্ষেপের একটি টাইম-ল্যাপস ভিডিও শেয়ার করেছে, কর্মকাণ্ডের সাথে  জড়িত  তাদের সৃজনশীলতা প্রদর্শন করা হয়েছে ভিডিওতে । প্রথাগত রোলার ব্যবহার করার পরিবর্তে, গোটা টিম  আইভরি সাবান ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। নরম সাবানগুলি টো ট্রাক দ্বারা  বিল্ডিংটিকে মসৃণভাবে পিছলে যেতে সাহায্য করেছিলো । নির্মাণ সংস্থার মালিক, শেলডন রুশটন জানিয়েছেন যে এলমউডটি ৩০ ফুট দূর পর্যন্ত সাবানের সাহায্যে টেনে নিয়ে যাওয়া হয়।  নতুন ফাউন্ডেশনের কাজ শেষ হয়ে গেলে ঐতিহাসিক ভবনটিকে সংরক্ষণ ও পুনঃস্থাপনের  প্রচেষ্টা করা হবে।

সূত্র: এনডিটিভি

রকমারি থেকে আরও পড়ুন

রকমারি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status