খেলা
দ্রুতই ফিরলেন তেভেজ
স্পোর্টস ডেস্ক
(৩ বছর আগে) ২২ জুন ২০২২, বুধবার, ৪:৫৩ অপরাহ্ন

ক’দিন আগে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন কার্লোস তেভেজ। তবে তিনি ফুটবলে ফিরলেন দ্রুতই। এবার কোচের ভূমিকায়। কোচ হিসেবে আর্জেন্টিনার ক্লাব রোসারিও সেন্ট্রালে যোগ দিলেন কার্লোস তেভেজ। ক্লাবের টুইটার অ্যাকাউন্টে জানানো হয়েছে খবরটি । ১ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এ আর্জেন্টাইন তারকা।
আর্জেন্টিনার জাতীয় টেলিভিশন অনুষ্ঠানে গত ৩রা জুন ৩৮ বছর বয়সী তেভেজ পেশাদার ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন। শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে ২০০১ সালে সিনিয়র ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর ইউরোপে ১৪ বছর খেলে ২০১৫ সালে ফিরে যান বোকায়। মাঝে ২০১৭ সালে সাংহাই সেনহুয়ায় পাড়ি দিয়েছিলেন এ আর্জেন্টাইন স্ট্রাইকার। এক বছর পরই অবশ্য তৃতীয় মেয়াদে ফেরেন বোকা জুনিয়র্সে। স্বদেশের ক্লাবে এ দফায় খেলেন ২০২১ সালের জুলাই পর্যন্ত।
বোকার সঙ্গে চুক্তি শেষে তখন নতুন কোনো ক্লাবে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাসের জার্সি গায়ে আলো ছড়ানো কার্লোস তেভেজ। কিন্তু প্রায় এক বছরেও কোনো ক্লাব না পেয়ে অবসর নিয়ে নেন।
আর্জেন্টিনা জাতীয় দলে ২০০৪ সালে অভিষেকের পর প্রায় এক যুগের ক্যারিয়ারে ৭৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন তেভেজ। এতে তেভেজের রয়েছে ১৩ গোল। জাতীয় দলে অভিষেকের বছরে এথেন্স অলিম্পিকসে সোনার পদকজয়ী আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।