দেশ বিদেশ
‘ডজন ডজন বইয়ের থেকে প্রয়োজনীয় এক হালি বই শ্রেয়’
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজ্জেদ হোসেন সজীবের স্ট্যাটাস
৯ ডিসেম্বর ২০২৩, শনিবার
চার মাসের মধ্যে পরীক্ষা, ছুটি মিলিয়ে হাতে থাকে তিন মাস। এই তিন মাসে ক্যুইজ, প্রেজেন্টেশন, মিড টার্মে দৌড়ের ওপর থাকতে হয়। লাইব্রেরি আছে কিন্তু সেখানে যাওয়ার এনার্জি কুলায় না। আমাদের দরকার বেশি বেশি শোনা, সেইসঙ্গে বলার চেষ্টা করা। জানতে চাওয়া ও যা জানি তা শেয়ার করা। পরীক্ষা নামের সেকেলে যাচাই পদ্ধতি বাদ দিয়ে এটার নতুন সংস্করণ জরুরি হয়ে গেছে। অহেতুক প্রেশার নয়, কর্তব্য পালনে উৎসাহিত করা উচিত। ইদানীং অনেক বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো কম্পিউটার শেখার শর্ট কোর্সের মতো লাগে। কিন্তু এটা হওয়ার কথা নয়। টেকনোলজি এক্সপার্ট হওয়ার আগে মানবিক হওয়ার শিক্ষা বেশি গুরুত্বপূর্ণ। অহেতুক চাপিয়ে দেয়া ডজন ডজন বইয়ের থেকে প্রয়োজনীয় এক হালি বই শ্রেয়। এতে অর্থ-জীবনীশক্তি দুটোই বাচে। এমন শিক্ষক প্রয়োজন সবখানে যারা ছাত্র-ছাত্রীদের কাছে বিরক্তিকর না হয়ে কাঙ্ক্ষিত হবেন। কমার্শিয়াল হয়ে রথের গতিতে না ছুটে বুঝে শুনে ছুটবেন। আর এনসিটিবি থেকে শুরু করে সব জায়গাতেই এমন কারিকুলাম তৈরি করা উচিত যা গলাধঃকরণের জন্য তৈরি হবে না। হবে আনন্দের সঙ্গে আত্মস্থ করার জন্য।