ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার দাবিতে রাজধানীতে ব্যালট বাক্স নিয়ে মিছিল

স্টাফ রিপোর্টার
৯ ডিসেম্বর ২০২৩, শনিবার
mzamin

ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার দাবিতে অবরুদ্ধ ব্যালট বাক্স নিয়ে রাজধানীতে প্রতিবাদী গানের মিছিল অনুষ্ঠিত হয়েছে। লেখক, শিল্পী, শিক্ষক ও সাংবাদিকদের একটি প্ল্যাটফরমের উদ্যোগে গতকাল বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে মিছিলটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শিল্পী অমল আকাশের নির্দেশনায় ‘রুদ্ধ গণতন্ত্র’ শিরোনামে শিল্প প্রদর্শন করা হয়। 
আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, অতীতের দু’টি খারাপ নির্বাচনের মতো আগামী নির্বাচনটিও যদি একতরফা হয়, তাহলে নাগরিক অধিকার বলে আর অবশিষ্ট কিছু থাকবে না। তিনি বলেন, ভোটাধিকার ছাড়াই যদি কোনো সরকার আসে তাহলে সেই সরকারের কোনো প্রকার জবাবদিহি থাকে না। বাংলাদেশের মানুষের এখন প্রধান সমস্যা হচ্ছে ভোটের সমস্যা। ভোটের অধিকার নিশ্চিত করা গেলে বাকি সমস্যারও ধীরে ধীরে সমাধান করা সম্ভব হবে। লেখক ও সাংবাদিক মাহবুব মোর্শেদ বলেন, সরকার যেভাবে একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বাংলাদেশের লেখক, শিল্পী, শিক্ষক ও সাংবাদিকদের পক্ষ থেকে এই সংকট থেকে উত্তরণের জন্য তফসিল বাতিল করে সব রাজনৈতিক দলের মধ্যে সংলাপের আহ্বান জানাই। দেশকে আরও বড় সংকট থেকে রক্ষার জন্য এর বিকল্প নেই। শিল্পী অমল আকাশ বলেন, একতরফা তফসিলের মাধ্যমে দেশকে যেভাবে ভোটাধিকার হরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এর প্রতিবাদ জানানো। এ সময় অন্যান্য বক্তারা বলেন,  আমাদের কথা বলার স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। আমরা চাল-ডালের স্বাধীনতা চাই। রাস্তায় নিরাপদে হাঁটার স্বাধীনতা চাই। বাড়িতে পৌঁছার স্বাধীনতা চাই। এরা আমাদের ভোট দিতে বাধা দেয়। আবার এরাই ভোটের আগের রাতে ভোট দিয়ে দেয়। আয়োজিত অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন- সংগীতশিল্পী অরূপ রাহী, লেখক রাখাল রাহা, লেখক ও সংগঠক বাকী বিল্লাহ,  সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান, প্রকাশক সাঈদ বারী, লেখক জিয়া হাশান, বীথি ঘোষ, রাহমান মুস্তাফিজ প্রমুখ। 
উল্লেখ্য, এর আগেও একই দাবি নিয়ে গত ১৩ই অক্টোবর শাহবাগে সাংস্কৃতিক সমাবেশ করেছেন লেখক, শিল্পী, শিক্ষক ও সাংবাদিকদের এ প্ল্যাটফরমের সদস্যরা। গত ২৪শে নভেম্বরও তারা গানের মিছিলের আয়োজন করেন। 
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status