দেশ বিদেশ
বিএপিএলসি’র সভাপতি রূপালী চৌধুরী, সহ-সভাপতি আলতাফ হোসাইন
অর্থনৈতিক রিপোর্টার
৯ ডিসেম্বর ২০২৩, শনিবারবাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী ও প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের পরিচালক সৈয়দ এম আলতাফ হোসাইন। তারা ২০২৪-২৫ কার্যকালের জন্য নির্বাচিত হয়েছেন। নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, ইস্টার্ন হাউজিং লিমিটেডের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম, হামিদ ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ, বারাকা পাওয়ার লিমিটেডের পরিচালক গোলাম রব্বানী চৌধুরী, আমরা নেটওয়ার্কস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ ফরহাদ আহমেদ, বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কায়ছার হামিদ, জেমিনি সি ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর কাদির, এপেক্স ফুডস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আহমেদ, ন্যাশনাল ফিড মিল লিমিটেডের পরিচালক আদিব হোসেন, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক জিয়াদ রহমান, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আপেল, প্রগতি ইন্স্যুরেন্সের পরিচালক তাজওয়ার মুহাম্মদ আউয়াল, ইস্টার্ন ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল মামুন, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের পরিচালক মো. শরিফ হাসান, তিতাস গ্যাসের উপ-মহাব্যবস্থাপক মো. নুর হোসেন খান, রংপুর ফাউন্ড্রি লিমিটেডের কোম্পানি সেক্রেটারি মো. আমিনুর রহমান, ড্যাফোডিল কম্পিউটারসের কোম্পানি সেক্রেটারি মো. মনির হোসেন, পিপলস্ ইন্স্যুরেন্সের কোম্পানি সেক্রেটারি এস কে মো. শরফরাজ হোসেন। বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিএপিএলসি নির্বাচন বিধিমালা ও ডেলটা তফসিল অনুসারে নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে সম্প্রতি এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএপিএলসি শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর অন্যতম শীর্ষ সংগঠন।