খেলা
স্মরণীয় হতে রউফকে ‘বড়দের খেলা’ টেস্ট খেলতে হবে
স্পোর্টস ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৩, শনিবাররঙিন পোশাকে পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম ভরসার নাম হারিস রউফ। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ছন্দ দেখানো এই পেসার টেস্ট খেলেছেন মোটে ১টি। অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট সিরিজেও খেলবেন না রউফ। এতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকা এই পেসার বেশ সমালোচিত হচ্ছেন। আলোচনায় যোগ দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামও। রউফের উদ্দেশ্যে তার বার্তা, স্মরণীয় হতে চাইলে বড়দের খেলা টেস্ট খেলতে হবে। আগামী ১৪ই ডিসেম্বর শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। একই সময়ে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লীগ খেলবেন হারিস রউফ। জাতীয় দলকে গুরুত্ব না দিয়ে ফ্র্যাঞ্চাইজি লীগ খেলায় নিজ দেশে বেশ সমালোচিত হচ্ছেন পাক পেসার। পাকিস্তানি গণমাধ্যম কায়ো স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম বলেন, ‘এটি তার সিদ্ধান্ত। সে চুক্তিতে থাকা খেলোয়াড়, ফলে দেশে তাকে নিয়ে বেশ বিতর্ক আছে। এসময় সাদা বল বিশেষজ্ঞ বেশ কয়েকজন ক্রিকেটার আছে... যদি সে ভাবে সে এখনো সেখানে পৌঁছায়নি, তাহলে সেটি তার সিদ্ধান্ত।’ সাদা এবং রঙিন পোশাকের ক্রিকেটের পার্থক্য তুলে ধরে ওয়াসিম আকরাম বলেন, ‘‘টেস্ট ক্রিকেট দিনশেষে বড়দের খেলা। আপনাকে আট ওভারের স্পেলে বোলিং করতে হবে। টি-টোয়েন্টিতে আপনি চার ওভার বোলিং করেন, ফাইন লেগে দাঁড়িয়ে থাকেন। ‘পিস অব কেক’ (সহজ ব্যাপার)।’’ আকরাম বলেন, ‘টেস্ট ক্রিকেট লম্বা একটা দৌড়। আপনি যদি এ খেলায় বড় খেলোয়াড় হিসেবে নিজেকে স্মরণীয় করে রাখতে চান, তখনই টেস্ট ক্রিকেটের ব্যাপারটি আসবে।’ দীর্ঘ ২৮ বছর অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট জেতেনি পাকিস্তান। এবার কি সেই গেরো খুলতে পারবে গ্রিন ক্যাপরা? ওয়াসিম আকরাম বলেন, ‘কঠিন হবে, পাকিস্তান শেষ জয়টি পেয়েছে ১৯৯৫ সালে। নতুন অধিনায়ক, নতুন ম্যানেজমেন্ট। সময় লাগবে। আদর্শ একটা ব্যবস্থায় কোনো তরুণ অধিনায়ক বা দলের জন্য এ সফরে আসা ঠিক সেরা কোনো ব্যাপার নয়। এটি বেশ কঠিন হবে তাদের জন্য। বড় একটা পরীক্ষা হবে।’ আকরাম বলেন, ‘আমার মতে, এটা এক ধরনের শাপেবর। নতুন অুিধনায়কের জন্য কঠিন শুরু, তবে তারা যদি এখানে ভালো করতে পারে, শক্তিশালী অজিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারে, তাহলে ভবিষ্যতের জন্য এটি তাদের অনেক উৎসাহ দেবে।’
পাকিস্তান-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের বাকি দুই ম্যাচ শুরু হবে ২৬শে ডিসেম্বর এবং ৩রা জানুয়ারি।