রাজনীতি
আসন নিয়ে সমঝোতা হয়নি: জাপা মহাসচিব
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ৭ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৩৭ অপরাহ্ন
গত বুধবারের আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির নেতাদের বৈঠকের বিষয়ে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, আমাদের মাঝে কোনো আসন নিয়ে সমঝোতা হয়নি। তার প্রয়োজনও নাই।
বৃহস্পতিবার বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব একথা বলেন। তিনি বলেন, আলোচনাটা ভালো পরিবেশে হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে ভালো মনোভাব আছে। গত ৫ বছরের নির্বাচনে অভিজ্ঞতা সুখকর নয়। এখনো সুষ্ঠু নির্বাচন নিয়ে ভয় আছে। সারা দেশের মানুষ ভোট দিতে পারলে ৯১ সালের মতো নীরব বিপ্লব হয়ে যেতে পারে। আমরা আসন ভাগাভাগি নিয়ে কথা বলি নাই, প্রয়োজনও নাই। আমরা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চেয়েছি। তারা আশ্বস্ত করেছেন। আমরা বিশ্বাস করি এবার জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন বর্জন করা জাতীয় পার্টির ইতিহাসে কম। আমরা বুঝি গণতান্ত্রিক ধারাকে বজায় রাখতে হলে নির্বাচন জরুরি। তবে নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারলে জাতীয় পার্টি ভালো করবে। আওয়ামী লীগকে বলেছি নির্বাচন কমিশনকে সাহায্য করতে। তারা আমাদের আশ্বস্ত করেছেন সুষ্ঠু ভোটের বিষয়ে।
চুন্নু বলেন, এদেশে আওয়ামী লীগের থেকে এন্টি আওয়ামী লীগের ভোট বেশি। নির্বাচনে যদি ভোটাররা আসতে পারে, নীরব ভোট বিপ্লব হবে। এন্টি আওয়ামী লীগ ভোট আছে বলেই তারা আমাদের নিয়ে ভোট করছে। জোট করেছে। এজন্যই আমরা ৩০০ আসনে প্রার্থী দিয়েছি। আওয়ামী লীগ দল যদি গণতান্ত্রিক দল হয় তাহলে তারা সুষ্ঠু নির্বাচন দেবে।
উল্লেখ্য, বুধবার রাতে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করে জাতীয় পার্টির নেতারা। এতে মহাসচিবসহ উপস্থিত ছিলেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। আর আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
আ'লীগ আর আ'লীগের দালালদের ভোট দেওয়ার জন্য আ'লীগ বিরোধী লোকজন কী ভোট কেন্দ্রে যাবে? তারা যে নির্লজ্জ দালাল হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ হবে তা তারা বুঝেও না বুঝার ভান ধরে বসে আছে!
জাতীয় পার্টির সারা বাংলাদেশ ৫ % ভোট নাই তারা আবার বিরোধী দল !!! আল্লাহ তায়ালা একদিন জালিম ও জালেমের সহায়তাকারিদে বিচার করবেন।
জনগন কোন দূঃখে জাতীয় পাটি কে ভোট দিবে?
ছন্নছাড়া জাতিয় পার্টি
জাতীয় পার্টির সুবর্ণ সুযোগ এসেছে বিরোধী দল হিসেবে জনগণের মনে স্থান করে নেওয়ার যদি তারা জানপ্রাণ দিয়ে মাঠে নামে!!
দেশে আসনের সমজোতা, না জনগনের ভোট নির্বাচন, কোনটা ??
ওদের মিটিং এ ১ জন ছাড়া সবাই বলেছিল নির্বাচনে না যেতে কিন্তু ওরা নেতা কর্মীদের সন্মান করল ? করল না কারন ওরা মাঠের নেতা কর্মীদের ২ পয়সারও মূল্য দেয় না। ওরা আছে শুধু নিজেদের আখের গোছানোর ধান্দায়। তাই মাঠের নেতা কর্মীদের উচিৎ একযোগে পদত্যাগ করা। এই দালাল পার্টি করে মাঠের নেতারা শুধু মাইরই খাবেন কিছুই পাবেন না।
৯১ সালের পরিবেশ ছিল ভিন্ন,, তখন এরশাদ সাহেব এর প্রতি একশ্রেণির মানুষের ভালবাসা ছিল। এলাকার সন্তান হিসাবে রংপুর অঞ্চলের ছিল আবেগ আজ তা আর নেই। গনবিরোধী এই সরকারের পক্ষে অবস্থান নিয়ে জাতীয় পার্টির নিজের কর্মীদের কাছেও শত্রু তে পরিনত হয়েছে। এখন যত সুষ্ঠু নির্বাচন হোক না কেন জাপা একটি আসনও পাবে না।
অন্ধের কাছে আয়না বিক্রি করা আর এ সরকারের কাজ থেকে সুষ্ঠ ভোট আশা করা সেইম।
কোয়ালেটিলেজ নেতার কোয়ালেটিলেজ দল জাতীয়পার্টি লাইফসাপোর্টে আছে।যদি আসন ভাগাভাগি না হয়ে থাকে,তবে বুঝবো জাতীয়পার্টির জাতির সাথে মুনাফেকি করা পাপের পাস্তিত্ত করা শুরু হতে যাচ্ছে।জনপ্রিয়তা ছাড়া কি ভাবে রাজনীতিকে পুঁজি করে,সুবিধা ভুগীর উচ্চ আসনে বসে জাতিকে নিয়ে কৌতুক করা যায়,জাতীয়পার্টির নেতারা তার উদাহরণ।অতি নিকটে রাজনীতির চোরাবালিতে এই নির্লজ্জ মুখোশধারী নেতাগুলো দলসহ হারিয়ে যাবে।ইনশাআল্লাহ্।
অতো ভনিতা না করে বলে দেন কয়টা দিতে চেয়েছে। আর সত্যি সত্যিই যদি তাদের সাথে সিট সমঝোতা না করেন তাহলে সর্বোচ্চ ০৫ টা সিট হয়তো পেতে পারেন।
মিঃ মহাসচিব আপনি এন্টি আওয়ামিলীগ ভোট খুঁজছেন সারা দেশ আওয়ামীলীগের চেয়ে আপনাদের বেশি ঘৃণা করে। কারন দেশের এই সংকটের জন্য আপনারাই দায়ী।
সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি একটি আসনও পাবে না।
জাতীয় পাটি গোল আলু
পাগলের সুখ মনে মনে.
আজ দেশে যা কিছু ঘটছে তার জন্য জাতীয় পার্টি দায়ী । এর খেসারত একদিন জাতীয় পার্টিকে দিতে হবে।
জাতীয় পার্টির উপর ভিসা স্যাংশান আসবে।
যদি সুষ্ঠ নির্বাচন হয় তাহলে জাতীয় পার্টি সবকয়টি আসনে জানানত হারাবে এমনকি জিএম কাদের । এটি জিএম কাদের সহ দেশের সবাই জানে । কারন এন্টি লিগ প্রয়োজনে স্বতন্ত্র কে ভোট দিবে তবুও জাতীয় পার্টি কে নয় । কারন জাতি জানে জাতীয় পার্টি একটি সার্কাস দল । জিএম কাদের কে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ভাবতাম , কিন্তু উনিও সার্কাস মারা লোক ।
জাতীয় পার্টি কী ইতিহাসের হিরো হওয়ার হাতছানি হাতছাড়া করতে চলেছে?
জাতীয় পার্টি হচ্ছে একটা ওরজিনিয়াল মীরজাফররের দল
এই জাতীয় পার্টির লাইসেন্স বাতিল করা উচিত। এরা আমাদের গিনীপীগ বানায়ে রেখেছে। এতদিন আওয়ামীলীগ কে ঝাঝালো কথাবার্তা বলে এখন বি টিম হিসেবে হাজির হয়েছে। এই দলের তৃনমুল দের উচিত এদের জুতাপেটা তবে যদি বিবেক ফেরে। আজ বলছে আসন নিয়ে কথা হয়নি তাহলে মিডিয়া মিথ্যুক
পাগলের সুখ মনে মনে এন্টিএয়ামীলীগরা ভোট কেন্দ্রে যাবেনা - আর জাতীয় বেঈমানদের ভোট দেয়ার তো প্রশ্নোই উঠেনা
আজ হচ্ছে দেশে তার জন্য জাতীয় পার্টি কে দায়ী তাদের কে বয়কট করা উচিত দেশবাসীর
Liar, seat sharing confirmed.