ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

শাহজাহান ওমরের সমাবেশে সেই অস্ত্রধারীর হুমকি

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
৭ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার
mzamin

গত ৪ঠা ডিসেম্বর সকালে ঝালকাঠির কাঁঠালিয়ায় নৌকা মার্কার সমর্থনে আয়োজিত সমাবেশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তমের পাশে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে চেয়ারে বসেছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল জলিল মিয়াজী। এমনই একটা ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ঘটনার দিন সন্ধ্যায় ‘সমাবেশে বন্দুক প্রদর্শন করে আচরণবিধি লঙ্ঘন’- করার দায়ে শাহজাহান ওমর বীর উত্তমকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।

এ সংক্রান্ত সংবাদ টেলিভিশন চ্যনেল, দৈনিক পত্রিকা এবং বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশ হয়। সংবাদ প্রকাশের জের ধরে আগ্নেয়াস্ত্র ধারী আব্দুল জলিল মিয়াজী তার নিজের ফেসবুক আইডিতে সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি দেন। বুধবার মধ্যরাতে ‘মিয়াজী বার্তা’- নামের ওই নেতার ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, ‘আগামী ৭ই জানুযারি সংসদ নির্বাচনের পর সকল মিথ্যাচার ও নোংরামির দাঁতভাঙা জবাব দেয়া হবে। হলুদ সাংবাদিক অতিরিক্ত বাড়াবাড়ি করছে, সকলের আমলনামা আমার হাতে জমা আছে। বিজয় মিছিলের পর উচিত শিক্ষা দেয়া হবে। যারা বেশি লাফালাফিতে ব্যস্ত তারা সামলাইতে পারবাতো’? 

উল্লেখ্য, বিএনপি নেতা তার ‘মিয়াজী বার্তা’- নামের ফেসবুক আইডিতে গত ২রা অক্টোবর লিখেছেন, ‘এই অক্টোবর মাসেই আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। কিছুদিনের মধ্যে এই সরকারের পতন হবে। আবার একই আইডিতে ২৮শে অক্টোবর লিখেছেন, ‘শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ অতর্কিত হামলা করলো, কাকরাইল মোড়ে দাঁড়িয়ে নেতাদের বক্তব্য শুনছিলাম। হঠাৎ করে আমার সামনে গ্রেনেট মারলো সিভিল ড্রেসে পুলিশ। এই হামলার তীব্র নিন্দা জানাই।’ এ বিষয়ে কাঁঠালিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শহিদুল বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে জলিল মিয়াজীর স্ট্যাটাস নিঃসন্দেহে আপত্তিকর। তিনি বিজয় মিছিলের ঘোষণাও দিয়েছেন যা আইনত নয়। সাংবাদিক ক্লাবের সভাপতি আব্দুর রহিম রেজা বলেন, ‘বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে ফেসবুকে হুমকি দেয়া অবুঝ দারের শামিল। একজন ব্যক্তি তার বিরুদ্ধে অসত্য সংবাদ প্রকাশ হলে আইনের আশ্রয় নেয়ার সুযোগ আছে। কিন্তু ডিজিটাল প্লাটফর্মে হুমকি- এটা দুঃখজনক। ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান বলেন, একজন রাজনীতিবিদ হয়ে জলিল মিয়াজী সাংবাদিকদের সম্পর্কে ফেসবুকে যা লিখেছেন তা যথেষ্ট কুরুচিপূর্ণ এবং আপত্তিকর। আমি এর নিন্দা জানাই। এ ব্যাপারে বিএনপি নেতা জলিল মিয়াজী বলেন, ‘আমি ঢালাওভাবে সব সাংবাদিকের উদ্দেশ্যে লিখিনাই। আমি নির্ধারিত একজনের উদ্দেশ্যে লিখেছি।’

 

পাঠকের মতামত

ডাকু মনসুর ফেল এই সব দানবদের থেকে।

মিম মাসাদ
৬ ডিসেম্বর ২০২৩, বুধবার, ৮:৩৮ অপরাহ্ন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status