খেলা
ঢাকায় নেমেই অনুশীলনে মালয়েশিয়া নারী ফুটবল দল
স্পোর্টস রিপোর্টার
২২ জুন ২০২২, বুধবার
বাংলাদেশ দলের সঙ্গে ফিফা প্রীতি দুই ম্যাচের সিরিজ খেলতে আগের দিন দিবাগত রাতে ঢাকায় এসেছে মালয়েশিয়ান নারী ফুটবল দল। ঢাকায় পৌঁছেই গতকাল সন্ধ্যায় অনুশীলনে নেমে পড়েছেন তারা। বিকাল পাঁচটা থেকে সাতটা কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত করে মালয়েশিয়া দল। এর আগে বেলা সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত অনুশীলন করেন সাবিনা খাতুনরা। আগামী ২৩ ও ২৬শে জুন মুখোমুখি হবে এই দুই দল। ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে কমলাপুর স্টেডিয়ামে। যদিও এই ম্যাচ দু’টি হওয়ার কথা ছিল সিলেট জেলা স্টেডিয়ামে। সেখানে ভয়াবহ বন্যার কারণে ম্যাচ দু’টি ঢাকায় নিয়ে আসা হয়েছে। আগস্টে অনুষ্ঠিত হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। ভেন্যু এখনো ঠিক না হলেও আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে এই প্রীতি ম্যাচ দু’টি খেলছে বাংলাদেশ।