দেশ বিদেশ
নোয়াখালীতে ২ এমপি’র মনোনয়নপত্র বাতিল
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
৪ ডিসেম্বর ২০২৩, সোমবারনোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনে ঋণখেলাপির দায়ে বিকল্পধারার মহাসচিব সাবেক মন্ত্রী ও বর্তমান রামগতি-কমলনগর এমপি মেজর (অব.) আবদুল মান্নান, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ আসনে) আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত ও বর্তমান সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। গতকাল দুপুর ১টার দিকে নোয়াখালী জেলা প্রশাসকের সভাকক্ষে নোয়াখালী-৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মেজর (অব.) আবদুল মান্নানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
অপরদিকে, দুপুর ২টার দিকে নোয়াখালী-৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত ও বর্তমান সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মামুনুর রশিদ কিরণ এমপি মানবজমিনকে বলেন, টাকা আমি পরিশোধ করেছি গত ২৬শে নভেম্বর। যমুনা ব্যাংকের দায় মেটানো হলেও সোমবার বোর্ড মিটিংয়ে ক্লিয়ারেন্স দেয়া হবে।