প্রথম পাতা
ডেঙ্গুতে আরও ৬০৫ জন হাসপাতালে ভর্তি
স্টাফ রিপোর্টার
৩ ডিসেম্বর ২০২৩, রবিবার
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকাতেই ১৩৯ জন আক্রান্ত হয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ৫৪৬ ডেঙ্গু রোগী ছাড়পত্র পেয়েছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এ তথ্য অনুযায়ী এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৬২৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে ৯৪২ জন এবং ঢাকার বাইরে ৬৮৭ জন মারা যান। চলতি বছরের ২রা ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিন লাখ ১২ হাজার ৯৬৪ জন। এর মধ্যে ঢাকাতে এক লাখ আট হাজার ১১৩ জন ও ঢাকার বাইরে দুই লাখ চার হাজার ৮৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট তিন লাখ সাত হাজার ৯১৯ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে সারা দেশে মোট তিন হাজার ৪১৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। এদের মধ্যে ঢাকায় ৮৯৭ জন এবং ঢাকার বাইরে দুই হাজার ৫১৯ রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।