দেশ বিদেশ
চিরিরবন্দরে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর সহকারীর গালে সাবেক হুইপের চড়
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবারদিনাজপুরের চিরিরবন্দরে একটি সভায় জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ মো. মিজানুর রহমান মানু কর্তৃক বর্তমান এমপি’র ব্যক্তিগত সহকারীর গালে চড় দেয়ার ঘটনা ঘটেছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত নৌকা মার্কার প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি’র মনোনয়ন ফরম জমা দেয়ার পূর্ব-মুহূর্তে নেতাকর্মীদের নিয়ে চলা এক মতবিনিময় সভা চলাকালীন বক্তব্যের মাঝে এ ঘটনা ঘটে। বর্তমান এমপি’র ব্যক্তিগত সহকারীর গালে চড় দেয়ার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সামনে ঘটনাটি ঘটেছে। নামপ্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনয়নপত্র জমা দেয়ার সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ মো. মিজানুর রহমান মানু। এ সময় পিছন দিক থেকে এমপি’র ব্যক্তিগত সহকারী (এপিএস) শাহ সালাউদ্দিন কিছু একটা কথা বলছিলেন। এ সময় সাবেক হুইপ মিজানুর রহমান মানু তার দিকে ঘুরে কথা বলার অপরাধে ক্ষিপ্ত হয়ে তাকে একটি চড় মারেন। এ বিষয়ে সাবেক হুইপ মিজানুর রহমান মানু বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনয়নপত্র জমা দেয়ার পূর্ব মুহূর্তে উপস্থিত নেতাকর্মীদের মাঝে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখছিলাম। বক্তব্য চলাকালে বর্তমান এমপি’র এপিএস পিছন থেকে আমাকে অহেতুক বেয়াদবি কথাবার্তা বলে। এতে ক্ষিপ্ত হয়ে তার গালে একটা চড় মেরেছি।
এর বেশি কিছু না। অপরদিকে এমপি’র ব্যক্তিগত সহকারী শাহ সালাউদ্দিন বলেন, তেমন কিছু হয়নি। উনি একটু উত্তেজিত হয়ে গিয়েছিলেন। পরে সরি! বলেছেন। ঘটনাটি সেখানেই শেষ হয়ে গেছে।