দেশ বিদেশ
নলছিটি উপজেলা নির্বাহী কার্যালয়ের বিতর্কিত রাজীবের বদলি
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৩, বুধবারঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী রাজীব চক্রবর্তীকে বদলি করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের এক আদেশে এ তথ্য জানা যায়। তার বদলিতে উপজেলার বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। রাজীব নলছিটিতে যোগদানের পরেই বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন।
জানা যায়, রাজীব উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ পদবির না হলেও এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সখ্যতা গড়ে নির্বাহী কর্মকর্তার সিএ পদে কর্মরত থাকেন।
পদ ব্যবহার করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। এ ছাড়া নির্বাহী কর্মকর্তার কার্যালয় আসা বিভিন্ন সেবাগ্রহীতাকে হয়রানির অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। বিভিন্ন জাতীয় এবং অন্যান্য অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের নাম ভাঙ্গিয়ে চাঁদা তুলে সরকারি খরচের নামে সেই টাকা নয়-ছয় করেছে বলে জানা যায়। এ ছাড়াও বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের বিলের বিনিময়ে তাকে টাকা দিতে হয় বলে অভিযোগ রয়েছে। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ৪১টি ঘর নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। জানা যায়, নিজ বদলি ঠেকাতে বিভিন্নভাবে তদবিরের চেষ্টা করছেন রাজীব। বদলির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার বদলির সময় হয়নি, এখন হঠাৎ করে কেনো বদলি হলো সেটা বলতে পারবো না।