ঢাকা, ১৩ জানুয়ারি ২০২৫, সোমবার, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

লটারিতে স্কুল পাওয়া শিক্ষার্থীদের জন্য মাউশি’র জরুরি নির্দেশনা

স্টাফ রিপোর্টার
২৯ নভেম্বর ২০২৩, বুধবার

লটারিতে প্রথম ধাপে স্কুলে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৫ কার্যদিবসের মধ্যে ভর্তি সম্পন্নের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ থেকে এ কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) ও ঢাকা মহানগরী ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মাউশি জানায়, প্রথম তালিকা অনুযায়ী ৫ কর্মদিবসের মধ্যে, ১ম অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমিক নম্বর অনুসারে ৪ কর্মদিবস এবং এর ২য় অপেক্ষমাণ তালিকা থেকে ত্রুমিক নম্বর অনুসারে ৩ কর্মদিবসের মধ্যে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লটারি অনুষ্ঠিত হয়। ২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লটারি গতকাল বেলা ১১টায় উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।   এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। সভাপতিত্ব করেন মাউশি’র মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। সরকারি ৬৫৮টি সরকারি বিদ্যালয়ে আসন সংখ্যা ১ লাখ ১৮ হাজার ১০১টি। আবেদন জমা পড়েছে প্রায় ৫ লাখ ৬৩ হাজার ১৩টি। বেসরকারি ৩ হাজার ১৮৮টি বিদ্যালয়ে শূন্য আসন ১০ লাখ ৩ হাজার ৯৯৩টি। আবেদন জমা পড়ে ৩ লাখ ১০ হাজার ৭৭৯টি।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status