বাংলারজমিন
লটারিতে স্কুল পাওয়া শিক্ষার্থীদের জন্য মাউশি’র জরুরি নির্দেশনা
স্টাফ রিপোর্টার
২৯ নভেম্বর ২০২৩, বুধবারলটারিতে প্রথম ধাপে স্কুলে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৫ কার্যদিবসের মধ্যে ভর্তি সম্পন্নের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ থেকে এ কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) ও ঢাকা মহানগরী ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মাউশি জানায়, প্রথম তালিকা অনুযায়ী ৫ কর্মদিবসের মধ্যে, ১ম অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমিক নম্বর অনুসারে ৪ কর্মদিবস এবং এর ২য় অপেক্ষমাণ তালিকা থেকে ত্রুমিক নম্বর অনুসারে ৩ কর্মদিবসের মধ্যে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লটারি অনুষ্ঠিত হয়। ২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লটারি গতকাল বেলা ১১টায় উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। সভাপতিত্ব করেন মাউশি’র মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। সরকারি ৬৫৮টি সরকারি বিদ্যালয়ে আসন সংখ্যা ১ লাখ ১৮ হাজার ১০১টি। আবেদন জমা পড়েছে প্রায় ৫ লাখ ৬৩ হাজার ১৩টি। বেসরকারি ৩ হাজার ১৮৮টি বিদ্যালয়ে শূন্য আসন ১০ লাখ ৩ হাজার ৯৯৩টি। আবেদন জমা পড়ে ৩ লাখ ১০ হাজার ৭৭৯টি।