খেলা
ফুলটস বলে শান্তর আউটে অবাক হয়েছেন জয়
স্পোর্টস রিপোর্টার
২৯ নভেম্বর ২০২৩, বুধবার
ওয়ানডে মেজাজে ইনিংস বড় করছিলেন নাজমুল হোসেন শান্ত। চার-ছক্কায় চড়াও হয়েছিলেন নিউজিল্যান্ডের বোলারদের ওপর। তবে দাপুটে শান্ত আউট হন অবিশ্বাস্যভাবে! পার্টটাইম বোলার গ্লেন ফিলিপসের ফুলটসে ক্যাচ তুলে ফেরেন টাইগার অধিনায়ক। নান্দনিক শান্তর অভাবনীয় আউটে কিছুটা অবাকই হন উইকেটের অপরপ্রান্তে থাকা মাহমুদুল হাসান জয়।
গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টেস্টের ১ম দিনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলীয় ৩৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সাজঘরে ফেরেন ৪১ বলে ১২ রান করা জাকির হোসেন। তিন নম্বরে নেমে ওয়ানডে মেজাজে ব্যাটিং করতে থাকেন শান্ত। অপরপ্রান্তে ধরে খেলতে থাকেন ওপেনার মাহমুদুল হাসান জয়। শান্তর স্ট্রোক প্লেতে দিশেহারা দেখাচ্ছিল কিউই বোলারদের। অন্যদের চেয়ে বেশি চাপে ছিলেন এজাজ প্যাটেল। তাকেই যেন টার্গেট বানান আগ্রাসী শান্ত। নিজের রানের খাতা খোলেন ছক্কা হাঁকিয়ে। ঝুঁকিপূর্ণ আগ্রাসী ক্রিকেটের কৌশল অবশ্য বেশিক্ষণ দেখাতে পারেননি শান্ত। গ্লেন ফিলিপসের ফুলটস ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে উড়িয়ে মারার চেষ্টায় মিড-অনে থাকা কেইন উইলিয়ামসনের তালুবন্দি হন তিনি। এতে থামে ৩৫ বলে ২ চার ও ৩ ছক্কায় শান্তর ৩৭ রানের ইনিংস। সিলেট টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৮৬ রান করেন ওপেনার জয়। ম্যাচ শেষে শান্তর ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘শান্ত ভাই তো এভাবেই ব্যাটিং করেন। স্বভাবজাত ব্যাটিংয়ের পরিকল্পনা ছিল তার, সেটিই করেছেন। একটু হতাশা তো থাকবেই। সবাই সবসময় থিতু হওয়ার সুযোগ পায় না। সেট হয়ে ৩০-৪০ রান করে আউট হলে সবাই-ই একটু হতাশ হবে।’
চার-ছক্কায় ইনিংস বড় করা শান্ত ফুলটস ডেলিভারিতে আউট হওয়ায় কিছুটা অবাক হয়েছেন মাহমুদুল হাসান জয়। তিনি বলেন, ‘আমি একটু অবাক হয়েছিলাম। এর আগে অনেকগুলো ভালো শট খেলেছিলেন তিনি।’ প্রথম দিন শেষে ৩১০ রান তুলতে ৯ উইকেট হারায় বাংলাদেশ। টাইগারদের ইনিংসে একাই ৪ উইকেট নেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার গ্লেন ফিলিপস। অনিয়মিত এই বোলারকে নিয়ে জয় বলেন, ‘খারাপ বলে উইকেট পেয়ে গেছে এটা বলব না। আমরা বাজে শট খেলে আউট হয়ে গেছি। ও (গ্লেন ফিলিপস) ওকেশনাল বোলার। তাকে চার্জ না করলে মূল বোলাররা চেকে রাখার সুযোগ পেতো। আমাদের পরিকল্পনাই ছিল ওকেশনাল বোলারদের ওপর চড়াও হওয়া। দুর্ভাগ্যবশত আমরা বাজে শট খেলে আউট হয়ে গেছি।’