বাংলারজমিন
চাটখিলে কন্যাশিশু হত্যায় জড়িত গ্রেপ্তার ২
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৩, বুধবার
নোয়াখালীর চাটখিল উপজেলায় আলোচিত শিশু ফেহা আক্তার (৮) হত্যায় জড়িত সেন্টু ও তার বাবা ছাত্তারকে গ্রেপ্তার করেছে চাটখিল থানা পুলিশ। পুলিশ জানায়, সোমবার বিকালে মোহাম্মদপুর ইউনিয়নের যশোড়া গ্রাম থেকে শিশু ফেহা আক্তার হত্যায় জড়িত থাকার অভিযোগে মিজানুর রহমান সেন্টু ও তার বাবা আবদুস সাত্তারকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদেরকে মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেলহাজতে প্রেরণ করা হয়েছে। চাটখিল থানার ওসি এমদাদুল হক মানবজমিনকে জানান, গত ১৫দিন আগে মিজানুর রহমান সেন্টুর ৭ বছরের কন্যার সঙ্গে নিহত ফেহা আক্তারের ঝগড়া হয়। ওই ঝগড়ার জের ধরে রোববার সন্ধ্যায় সেন্টু ফেহাকে সবার অজান্তে বাগানবাড়ীতে নিয়ে আটক করে রাখে। ওইদিন সন্ধ্যায় সেন্টু পিটিয়ে ও কুপিয়ে ফেহা আক্তারকে হত্যা করে লাশ পুকুর পাড়ে ফেলে রাখে। এ ঘটনায় নিহত ফেহার বাবা ফারুক হোসেন বাদী হয়ে চাটখিল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।