ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

অশালীন ভিডিও নিয়ে যা বললেন নায়িকা রশ্মিকা

মানবজমিন ডেস্ক
২৯ নভেম্বর ২০২৩, বুধবার
mzamin

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভারতীয় নায়িকা রশ্মিকা মন্দনার একটি রগরগে ভিডিও। তবে এটা তার আসল ভিডিও নয় বলে জানিয়েছেন রশ্মিকা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে ওই ভিডিও। তাকে টার্গেট করে বানানো এই ভিডিওর সঙ্গে রশ্মিকার চেহারার কোনো পার্থক্য ধরা খুবই কঠিন কাজ। এ নিয়ে কিছুদিন ধরেই তিনি কথা বলছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। জনগণকে অনুরোধ করেছেন এ রকম ভিডিও যেন তারা শেয়ার না দেন। এমন ভুয়া ভিডিও বা ছবির মাধ্যমে কাউকে হেয় করা হলে যুবতীদেরকে তার বিরুদ্ধে কথা বলার জন্য জোর আহ্বান জানিয়েছেন। তার ওই ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর যুবতীদের কাছে এমন আর্জি রেখেছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওতে রশ্মিকার মুখকে ব্যবহার করা হয়েছে। 

ভারতীয় বংশোদ্ভূত একজন বৃটিশ নারী তার ইনস্টাগ্রামে ওই ভিডিও পোস্ট করেন। ওই নারী এমন ভিডিওতে হতাশা প্রকাশ করেন। এ বিষয়ে ২৭ বছর বয়সী রশ্মিকা সোমবার বলেছেন, এমন ভিডিও শেয়ার দেয়া সাধারণ ব্যাপার হবে না বলে তিনি চলচ্চিত্র জগতের সহকর্মীদের কাছ থেকে সাপোর্ট পেয়েছেন। রশ্মিকা বলেছেন, তাদের এই সমর্থন আমাকে নিরাপদ করেছে। আমাকে রক্ষা করেছে। যুবতীদের বলতে চাই, এটা সাধারণ বিষয় নয়। তোমার সঙ্গে যদি এসব ঘটে তাহলে চুপ করে থেকো না। ইনস্টাগ্রামে তার ওই ভুয়া ভিডিও ভাইরাল হওয়ার পরপরই রশ্মিকা এক্সে লিখেছেন, ‘যখন আমি স্কুল বা কলেজে ছিলাম, তখন এটা ঘটে থাকতে পারে। কল্পনাও করতে পারি না, কীভাবে এ বিষয়টিকে মোকাবিলা করবো। এ জন্য তাকে সমর্থন দেয়ার জন্য পরিবার এবং বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কারও ব্যক্তিগত তথ্য চুরি করে তাকে এভাবে ক্ষতির মুখে ফেলার আগেই জরুরিভিত্তিতে তিনি এ সমস্যার সমাধান দাবি করেন। 

এমন ভুয়া ভিডিওকে ‘গণতন্ত্রের জন্য এক নতুন হুমকি’ বলে মন্তব্য করেছেন ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 
গত সপ্তাহে তিনি সামাজিক মিডিয়া বিষয়ক প্ল্যাটফরম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করেন। বলেন, এই রকম ভুয়া বিষয়কে মোকাবিলার জন্য সুস্পষ্ট এবং শাস্তিযোগ্য পরিকল্পনা দ্রুতই সামনে আনবে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, রশ্মিকা ভারতের বেশ কয়েকটি ভাষায় অভিনয় করেছেন। এর মধ্যে আছে হিন্দি, তেলুগু, কান্নাড়া। অভিনয়ের জন্য জিতেছেন অনেক পুরস্কার। অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে ‘এনিম্যাল’ ছবিতে দেখা যাবে তাকে। ১লা ডিসেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status