ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

খুলনায় মহানগর যুবলীগ সভাপতির বাড়ি ও আওয়ামী লীগ নেতার দোকানে পটকা নিক্ষেপ

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার

খুলনা রূপসা উপজেলায় সংসদ সদস্য অনুসারীদের আনন্দ মিছিল থেকে অপর মনোনয়নপ্রত্যাশী খুলনা মহানগর যুবলীগ সভাপতি সফিকুর রহমান পলাশের বাড়িতে পটকা নিক্ষেপ করা হয়েছে। রোববার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মিছিল থেকে পর পর ৩টি পটকার বিস্ফোরণ ঘটানো হয়। একই সময় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের দোকানের সামনেও পটকা বিস্ফোরণ ঘটানো হয়। এদিকে খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনে বর্তমান সংসদ সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান মনোনয়ন বঞ্চিত হওয়ায় তার সমর্থকরা বিক্ষোভ, সড়ক অবরোধ করেছেন। এ সময় মনোনয়ন পাওয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন ও মন্নুজান সুফিয়ানের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 
খুলনা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি আবদুস সালাম মুর্শেদী। এই আসনে মনোনয়নের অন্যতম দাবিদার ছিলেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ। আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার পর সন্ধ্যা ৬টায় আনন্দ মিছিল বের করে সংসদ সদস্যের  সমর্থকরা। মিছিলটি রূপসার আইচগাতি ইউনিয়নের পলাশের বাড়ি অতিক্রম করার সময় পর পর তিনটি পটকা বিস্ফোরণ ঘটানো হয়।
অপরদিকে খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনে বর্তমান সংসদ সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের পরিবর্তে প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। এ আসনটিতে মন্নুজান সুফিয়ান মনোনয়ন বঞ্চিত হওয়ায় তার সমর্থকরা খুলনায় বিক্ষোভ, সড়ক অবরোধ করেছেন। একইসঙ্গে দুটি পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটে। 
এ ব্যাপারে খানজাহান আলী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান জানান, সন্ধ্যায় ফুলবাড়ী রেলগেট এলাকায় দু’টি পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। ১০ মিনিটের মতো এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status