দেশ বিদেশ
ঢাকায় জামায়াতের মিছিলে হামলা ও আটকের অভিযোগ
স্টাফ রিপোর্টার:
২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবারসপ্তম দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল সকালে পল্লবী, মিরপুর, বাড্ডা, তেজগাঁও, উত্তরা, আদাবর, মতিঝিল, শনির আখড়া, মুগদা এবং লালবাগ এবং ডেমরায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে এসব মিছিল অনুষ্ঠিত। এরমধ্যে ডেমরায় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে মিছিল বের করলে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপের অভিযোগ করে দলটি। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। সকালে আদাবরে মিছিল করেন উত্তরের নেতাকর্মীরা। এতে ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছে বলেও অভিযোগ দলটির। এই হামলায় ৩ থেকে ৪ জন কর্মী আহত হয়েছেন এবং ২ জন কর্মীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ তাদের।
সকালে মিরপুর-১১নং পল্লবীতে রাস্তা বন্ধ করে অবরোধের সমর্থনে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন। মিরপুর কাফরুল অঞ্চলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই মিছিলে নেতৃত্ব দেন উত্তরের কর্মপরিষদ সদস্য টুটুল। বাড্ডায় অবরোধ সমর্থনে মিছিল করেছেন নেতাকর্মীরা। মহানগরের মজলিসে শূরা সদস্য আব্দুস সবুর ফরহাদ এই মিছিলে নেতৃত্ব দেন। সকালে তেজগাঁও এলাকায় বিক্ষোভ করেছেন কর্মীরা। উত্তরের মজলিসে শূরা সদস্য আমিনুল ইসলামের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। উত্তরায় মিছিল ও পিকেটিং করেছেন নেতাকর্মীরা। এই মিছিলের নেতৃত্ব দেন উত্তরের মজলিসে শূরার সদস্য এস কে রতন ও মো. সলিম।
সকালে আদাবরে মিছিল করেছেন উত্তর জমায়াতের নেতাকর্মীরা। এই মিছিলে ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ দলটির। এতে ৩ থেকে ৪ জন আহত হয়েছেন এবং ২ জন কর্মীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ তাদের।