বিনোদন
বিস্ফোরক মন্তব্য
বিনোদন ডেস্ক
২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার
সমাজের তোয়াক্কা তিনি কোনোদিনই করেননি। আশির দশকেই সিঙ্গেল মাদার হয়েছিলেন। একাই কন্যা মাসাবাকে মানুষ করেছেন। তিনি অভিনেত্রী নীনা গুপ্তা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নারীবাদ নিয়ে নিজের ব্যক্তিগত অনুভবের কথা তুলে ধরেন তিনি। নীনা বলেন, মেয়েরা কখনই ছেলেদের সমান নয়। ফালতু নারীবাদ কিংবা মেয়েরা ছেলেদের সমান এই মতবাদে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। তার এমন বিস্ফোরক মন্তব্য সঙ্গে সঙ্গে ভাইরাল হয়।