বিনোদন
মুক্তির মিছিলে মিতুলের ৮ সিনেমা
স্টাফ রিপোর্টার
২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার
দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে যুক্ত চলতি প্রজন্মের অভিনেতা আফফান মিতুল। এবার মুক্তির মিছিলে রয়েছে তার ৮ সিনেমা। সিনেমাগুলোর শুটিংও শেষ করেছেন তিনি। ছবিগুলো হলো- মনজুরুল ইসলাম মেঘের ‘ময়না’, আউয়াল চৌধুরীর ‘আগুনের পাখি’, রুবেল মাহমুদের ‘নিশ্চুপ ভালোবাসা’, রশিদ পলাশের ‘ময়ূরাক্ষী, ফারুক হোসেনের ‘কাকতাড়ুয়া’, মাসউদ যাকারিয়া সাবিনের ‘মুক্তির ছোট গল্প’, নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ’ ও ইভান মল্লিকের ‘মুনাফিক’। ছবিগুলো নিয়ে বেশ আশাবাদী মিতুল।