ঢাকা, ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

মারাকানায় 'মারামারি'র ম্যাচে ব্রাজিল বধ আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক

(৫ মাস আগে) ২২ নভেম্বর ২০২৩, বুধবার, ৯:১২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৫৫ অপরাহ্ন

mzamin

ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম- প্রায় দুই লক্ষ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন ফুটবল গ্রাউন্ডটিতে মঞ্চস্থ হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ। সেলেসাওদের সমর্থন জানাতে স্টেডিয়ামটির গ্যালারিতে বসেছিল হলুদের সমারোহ। তুলনামূলকভাবে অল্পই আর্জেন্টাইন সমর্থক ছিল স্টেডিয়ামে। এই সংখ্যালঘিষ্ঠ সমর্থকদের সঙ্গে হাতাহাতি বেঁধে যায় ব্রাজিল সাপোর্টারদের। দুই দলের ভক্তদের মারামারি থামিয়ে ম্যাচ শুরু হতে দেরি হয় আধা ঘণ্টা। এরপর ঘরের মাঠে ব্রাজিলিয়ানদের কাঁদিয়ে জয় তুলে নেয় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ ভোরে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারায় লিওনেল মেসিরা।
আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচটিতে ৬৩তম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। কর্নার থেকে জিওভানো লো সেলসোর শটে হেড দিয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। ম্যাচ নিয়ন্ত্রণে আসার পর অধিনায়ক লিওনেল মেসিকে উঠিয়ে আনহেল ডি মারিয়াকে নামান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
শুধু গ্যালারিতে নয়, মাঠের খেলায়ও আর্জেন্টাইনদের ওপর চড়াও হয় ব্রাজিলিয়ানরা। গোটা ম্যাচে ২৬টি ফাউল করে স্বাগতিকরা।

বিজ্ঞাপন
বিপরীতে ১৬টি ফাউল আর্জেন্টিনার। ম্যাচে প্রদর্শন করা ৪টি কার্ডের সবকটিই দেখেছে ব্রাজিল। তার মধ্যে একটি লাল কার্ডও রয়েছে। ম্যাচের ৮১তম মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ব্রাজিলের জোয়েলিংটন।
এই হারে বিশ্বকাপ বাছাই আরো কঠিন হয়ে গেলো ব্রাজিলের জন্য। ৬ ম্যাচে ২ জয়, ৩ হার এবং ১ ড্রয়ে লাতিন আমেরিকার বাছাই টেবিলের ছয়ে সেলেসাওরা। ৬ ম্যাচে ৫ জয় এবং ১ ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status