রাজনীতি
সৈয়দ ইবরাহিমের নেতৃত্বে আসছে নতুন জোট
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪৭ অপরাহ্ন

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক-এর নেতৃত্বে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন একটি জোট গঠিত হচ্ছে। নতুন এই জোটে বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা সমমনা শরিক দলগুলোর মধ্যে দুই-একটি ও বাইরে থেকে দুই-একটি দল যোগ দেবে। বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন এই জোটের ঘোষণা দেয়া হবে।
নতুন জোটের বিষয়ে সৈয়দ ইবরাহিম মানবজমিনকে বলেন, বুধবার সংবাদ সম্মেলনে কয়েকটি দল নিয়ে নতুন একটি জোট গঠনের বিষয়ে ঘোষণা দেয়া হবে। বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে নতুন এই জোট গঠন হচ্ছে। কটি দল নিয়ে নতুন এই জোট গঠন হচ্ছে এমন প্রশ্নের জবাবে সৈয়দ ইবরাহিম বলেন, সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। নতুন জোট নির্বাচনে যাবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমি সরকার বিরোধী আন্দোলনের জন্য জোট করছি। নির্বাচনের জন্য নয়।
পাঠকের মতামত
উনি এই কাজটা ক্যামনে করলেন????????
"আমি সরকার বিরোধী আন্দোলনের জন্য জোট করছি। নির্বাচনের জন্য নয়।" দেখা যাক কি হয়/
সামান্য এমপি হওয়ার লোভে উনি উনার সারা জীবনের অর্জনকে ধুলোয় মিশিয়ে দিবেন বলে বিশ্বাস হয় না।
সৈয়দ ইব্রাহিম জীবনে অনেক সম্মান অর্জন করেছেন। সামান্য এমপি হওয়ার লোভে উনি উনার সারা জীবনের অর্জনকে ধুলোয় মিশিয়ে দিবেন বলে বিশ্বাস হয় না।
A fresh look political-strategy! Awesome! “Deed not word”!
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]