রাজনীতি
বিএনএমে যোগ দিলেন বিএনপির সাবেক চার এমপি
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ২১ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন বিএনপির সাবেক চারজন সংসদ সদস্য। তারা হলেন -
ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবদুল ওহাব, সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদিন এবং বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবদুর রহমান।
এর মধ্যে শাহ মোহাম্মদ আবু জাফরকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপির সাবেক সংসদ সদস্যদের বিএনএমে যোগদানের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলন মঞ্চে তাঁদের পরিচয় করিয়ে দেন বিএনএমের মহাসচিব মো. শাহ্জাহান। সোমবার থেকে দলটির গুলশানের কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে জানিয়ে মো. শাহজাহান বলেন, দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মো. আবু জাফর আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম কেনার মাধ্যমে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। তিনি বলেন, কোনো জোটের সঙ্গে নয় বরং এককভাবেই বিএনএম নির্বাচনে অংশ নেবে। আশা করছি ৩০০ আসনের মনোনয়ন যাচাই-বাচাই করে এর থেকে সৎ এবং যোগ্যদেরকে মনোনয়ন দেওয়া হবে।
তিনি আরও বলেন, দলের মহাসচিব হিসেবে আমি আপনাদেরকে অন্তত এতটুকু আশ্বস্ত করতে পারি এই দলে অনেক চৌকস রাজনীতিবিদ, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলন হয়েছে। এটা কিংস পার্টি হবে না।
দেশের একজন গ্রহণযোগ্য মানুষ দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন জানিয়ে মো. শাহজাহান বলেন, সামনে আরও চমক আছে। আগামী দুই তিন দিনের মধ্যেই আপনারা সেই চমক দেখতে পাবেন। আরও অনেক সাবেক এমপি, রাজনীতিবিদ, দেশ বরেণ্য ও খ্যাতিমান লোক বিএনএমএ যোগ দেবেন।
বিএনএমের চেয়ারম্যান হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের নাম আসছে তিনি চমক কি না সাংবাদিকদের এ প্রশ্নে ড. মো. শাহজাহান বলেন, আমরা এই বিষয়ে এখনও কিছু বলিনি।
পাঠকের মতামত
ওরা জাতীয় বেইমান, মীরজাফর। ওদেরকে আল্লাহ হেদায়েত দান করুন।
Zafor, or Mirzafor ??
এরকম চমক ২০১৮ সালে বি চৌধুরীও দেখিয়েছিলেন কিন্ত কোথায় আজ বি চৌধুরী ? কোথায় সেই বিকল ধরা ?
নির্বাচনের পূর্বে কিছু চুনো পুটি লাফালাফি করে! নির্বাচন শেষে তাদের আর খুঁজে পাওয়া যায় না।
কতো মিরজাফর এলো আর গেলো ইতিহাসে এরা ঘৃনিত অপদস্থ হিসেবে নিজেদের নাম লিখিয়েছে। দেশের স্বার্থ ওরা জলাঞ্জলি দিয়েছে
যাক সুযোগ যেহেতু পেয়েছেন নগদ কিছু কামাই করে নেন। যা পাবেন হাতে তা যাবে সাথে। এতে বিএনপি বা দেশের কোন লাভ-ক্ষতি নাই। চালিয়ে যান।
এরা জাতীয় গাদ্দার ,মীরজাফর নাম হিসাবে বিবেচিত হয়ে থাকবে ,
They are our Jatio Baiman
they B team of Awamilig
কত টাকায় বিকিকিনি হয়েছেন জনাব?
এসব করতে যাসনেরে বোকার দল তাতে নিজেদের অস্তিত্বের কিছুই থাকবেনা।আম্লিক হিরো আলমকেই সহ্য করতে পারেনা।
তোমাদের পরিচয় প্রকাশ হয়ে খুব উপকার হলো। জাতীয় বেঈমান!
সমগ্র দেশবাসীকে জিম্মি করে বৃহৎ দলগুলো নিজেদের ক্ষমতার তাণ্ডব দেখাচ্ছ ৷ নতুন কিছু করতে চাওয়ার মধ্যে সৃজনশীলতা লুকিয়ে থাকলেই মঙ্গল ৷ এগিয়ে যাক বাংলাদেশ ৷ সমৃদ্ধ, সুরক্ষার, উন্নয়ন ও নৈতিকতা'র অঙ্গীকার ------ বাংলাদেশ ক্লিন ইমেজ পার্টি
সবসময় নির্বাচনের পূর্বে কিছু চুনো পুটি লাফালাফি করে! নির্বাচন শেষে তাদের আর খুঁজে পাওয়া যায় না। আমরা ওয়ান ইলেভেনের সময় জনাব ফেরদৌস আহমেদ কোরেশীকেও দেখেছি! বর্তমানে আর অস্থিত্যও নেই! আপনারাও সুযোগ যখন পেয়েছেন তখন কিছূ কামাই করে নেন। এটাই লাভ!
কতো মিরজাফর এলো আর গেলো ইতিহাসে এরা ঘৃনিত অপদস্থ হিসেবে নিজেদের নাম লিখিয়েছে, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এরা পকেট ভারী করতেই এই পথে চলে সত্য কিন্তু সত্যই রয়ে যায়
আরো অনেক কান্ডকারখানা চলবে, এখন আর এসব কেউ খায় না।
আমি ১০০ ভাগ আশাবাদী তাদের মনোনয়ন ফরম কেনার টাকা থেকে শুরু করে নির্বাচনের সকল খরচ আওয়ামী লীগই বহন করবে
আমরা কি মীরজাফরের তালিকায় নাম লিখতে যাচ্ছি? নীতির চেয়ে কি স্বার্থই বড়?
আজ গালিগালাজ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছি দেইখা আমি এই নব্য মীরজাফরদের কোনো গালিগালাজ করতে পারছিনা!!!
এই গাদাগুলো আগে গাদা ছিল এখন জাতীয় গাদায় নাম লেখালো।
দেশের ক্রান্তি লগ্নে এই ধরণের লোক আগেও ছিলো এখনো আছে।
যুগে যুগে কিছু গাদ্দার ছিলো,আছে,থাকবে!! এ মুহুর্তে বি এন এমে যোগদান কারীরা জাতির কাছে গাদ্দার হিসাবে বিবেচিত হবে! এবং বিষ্ঠা দিয়ে তাদের নাম লিপিবদ্ধ থাকবে!!"
Left, before kicked out.
মন্তব্য করুন
রাজনীতি থেকে আরও পড়ুন
রাজনীতি সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]