খেলা
টানা ২ জয়ে শ্রীলঙ্কার লিড
স্পোর্টস ডেস্ক
(৩ বছর আগে) ২০ জুন ২০২২, সোমবার, ১:১৪ অপরাহ্ন

টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হারায় অস্ট্রেলিয়া। লঙ্কানদের আতিথ্যে ওয়ানডের শুরুটাও দারুণ হয় অজিদের। তবে ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচেই সমতায় ফেরে শ্রীলঙ্কা। এবার অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে লিড নিয়েছে স্বাগতিকরা।
রোববার কলম্বোয় ট্রাভিস হেড ও অ্যারন ফিঞ্চের জোড়া ফিফটিতে ৬ উইকেটে ২৯১ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ম্যাচসেরা পাথুম নিসাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরিতে ৯ বল হাতে রেখেই জয় পায় শ্রীলঙ্কা।
২৯২ রানের লক্ষ্য নিয়ে দলীয় ৪২ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। ২৬ বলে ২৫ রান করে ম্যাক্সওয়েলের শিকার হন ওপেনার নিরোশান ডিকভেলা। এরপর শুরু হয় নিসাঙ্কা ও কুশাল মেন্ডিসের জাদুকরি পার্টনারশিপ। দুই ব্যাটার মিলে ১৬৪ রানের জুটি গড়েন। মেন্ডিস ৮৫ বলে ৮৭ রান করে রিটায়ার্ড আউট হলে থামে এই জুটি। ১৪৭ বলে ১৩৭ রান করেন পাথুম নিসাঙ্কা। দুর্দান্ত ইনিংসটি ১১ চার ও ২ ছক্কার মারে সাজান এই লঙ্কান ওপেনার।
এরপর ধনঞ্জয়া ডি সিলভা ১৭ বলে ২৫ রান করেন। চারিথ আসালাঙ্কা ১২ বলে ১৩ রান করে জয় নিয়ে ফেরেন।
অস্ট্রেলিয়ার ঝাই রিচার্ডসন ৯ ওভারে ৩৯ রান দিয়ে ২ উইকেট নেন। একটি করে উইকেট নেন জশ হ্যাজলউড ও গ্লেন ম্যাক্সওয়েল।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দলীয় ১৪ রানে আউট হন ডেভিড ওয়ার্নার। এরপর মিচেল মার্শ ও মার্নাস ল্যাবুশেনের সঙ্গে জুটি গড়ে ফিফটি করেন অ্যারন ফিঞ্চ। চতুর্থ উইকেট হিসেবে ৮৫ বলে ৬২ রান নিয়ে সাজঘরে ফেরেন অজি অধিনায়ক। এর আগে মার্শ ১০ এবং ল্যাবুশেন ২৯ রানে আউট হন।
এরপর ট্রাভিস হেড, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল এবং ক্যামেরুন গ্রিন মিলে দলীয় সংগ্রহে আরো ১৭০ যোগ করলে লড়াকু সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।
ক্যারি ৫২ বলে ৪৯, ম্যাক্সওয়েল ১৮ বলে ৩৩ রান করেন। ৬৫ বলে ৭০ রান নিয়ে অপরাজিত ছিলেন হেড। গ্রিন খেলেন ১২ বলে ১৫ রানের অপরাজিত ইনিংস।
শ্রীলঙ্কার জেফ্রেই ভান্ডারসে ১০ ওভারে ৪৯ রান দিয়ে ৩ উইকেট নেন। একটি করে উইকেট নেন চামিরা, দুনিথ ও ধনঞ্জয়া।