বিনোদন
আক্রমণের শিকার অমিতাভ বচ্চন
বিনোদন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২০ নভেম্বর ২০২৩, সোমবার, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৩৭ অপরাহ্ন

বিশ্বকাপের ফাইনাল ম্যাচের দুইদিন আগে থেকেই এক্স হ্যান্ডেলে ট্রেন্ডিং অমিতাভ বচ্চন। তিনি নাকি খেলা দেখলে ভারত কখনও জেতেনি! নিজের মুখেই একথা স্বীকার করে বেজায় বিপাকে পড়েছেন তিনি। ফাইনাল ম্যাচের আগের রাতেও বার্তা গিয়েছে তার কাছে। যেন তিনি ফাইনাল ম্যাচ না দেখেন। ফাইনালে ভারতের ব্যর্থতার পর সেই রোষ যেন আরও দ্বিগুণ বেড়ে গেছে।
‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চ থেকেই ভারতকে বিশেষ শুভেচ্ছাবার্তা পাঠান অমিতাভ বচ্চন। যে ভিডিও ভাইরাল হতেই নেটপাড়া ‘অপয়া’ বলে আক্রমণ করে ম্যাচ না দেখার হুঁশিয়ারি দিয়েছিল তাকে অনেকেই। তার মাঝেই অমিতাভ টুইট করে বলেছিলেন, এখনও ভাবছি যাব কি না! কারণ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের থেকে বিগ বিকে গোল্ড কার্ড পাঠানো হয়েছিল। তবে রোববার গ্যালারিতে তাকে দেখা যায়নি। এদিন মেগা ফাইনালের আগে সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরও অভিষেক বচ্চনকে বলেন, তোমার আজকে একটাই দায়িত্ব ভাই…।
এবার ভারত অজি বাহিনীর কাছে হারার পর সেই রোষ আরও বাড়ল। ভারত হারার পর এক ইঙ্গিতপূর্ণ টুইট করেন অমিতাভ।
পাঠকের মতামত
যত দোষ সব সব মীরপুর পিচের, বেচারা কেষ্ট!
পিচ পরিবর্তন, টস কারসাজি এবং আইসিসির পূর্ণ সহায়তা নিয়েও চ্যাম্পিয়ন না হওয়ার কারণে ইন্ডিয়া দলকে Congratulations!!!! ভবিষ্যতে পিচ আরো ভালো করে খুঁড়তে হবে, যাতে হারার দিক থেকে সবার পেছনে থাকেন। ইন্ডিয়ার সাথে বাংলাদেশ হারার পর বীরেন্দ্র শেবাগ যে ঔদ্বত্যপূর্ণ মন্তব্য করছেন বাংলাদেশ সম্পর্কে, তার প্রতি উত্তরে বলতে চাই আপনাদের দল অস্ট্রেলিয়ার সাথে খেলার যোগ্যই না। খেলতে পারেন শুধু নিজের দেশে, আজ তাও পারলেননা। ছি ছি ছি তোমরা এত খারাফ !!!!!
ভারতীয়রা হচ্ছে কুসংস্কারাচ্ছন্ন একটি জাতি। কুসংস্কারকে এরা মনে প্রাণে বিশ্বাস করেন। তাদের কার্যকলাপ দেখলে আমার ভিতরে ভীষণ হাহাকার শুরু হয়ে যায়। তোমাদের দুনিয়াতে কি জন্য পাঠানো হয়েছে আর তোমরা কি করছো।
তিনি গেলারীতে খেলা না দেখলেও টিভিতে দেখেছেন তাই ভারত অপয়া হেরেছে
মন্তব্য করুন
বিনোদন থেকে আরও পড়ুন
বিনোদন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]