খেলা
নিজ দেশের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ককেই দাওয়াত দেয়নি ভারত
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১৯ নভেম্বর ২০২৩, রবিবার, ৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

এক যুগ পর বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। এ উপলক্ষ্যে আহমেদাবাদের নরেন্দ্রে মোদি স্টেডিয়ামে রীতিমতো তারার মেলা বসেছে। অথচ ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে দাওয়াতই দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও আইসিসি।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজকে এ বিষয়ে কপিল নিজেই নিশ্চিত করেন। যদিও কপিল বিসিসিআইয়ের সেই ভুল ঢাকার চেষ্টাও করেন। তিনি বলেন, ‘আপনারা ডেকেছেন, চলে এসেছি। ওরা ডাকেনি, তাই যাইনি। একদম সহজ বিষয়। আমি তো চেয়েছিলাম আমার ১৯৮৩-র গোটা দলটাকেই যদি ডাকাতো, ভালো হতো। তবে এত কাজ, লোকজনের উপর এত দায়িত্ব রয়েছে, ব্যস্ততায় মাঝে মাঝে এমন ভুল হয়েই যায়।’
তবে এ ব্যাপারে ধোনির কোনো মন্তব্য পাওয়া যায়নি। অথচ গতকাল থেকে গুঞ্জন ছিল ফাইনালের ইনিংস বিরতিতে সব বিশ্বকাপজয়ী অধিনায়কদের সংবর্ধনা দিবে বিসিসিআই ও আইসিসি।
পাঠকের মতামত
ওরা আজও শ্রেণিপ্রথার বাইরে আসতে পারলো না। বর্ণভেদ প্রথা গভীরভাবে ভারতীয়দের ধর্ম,সমাজ, সংস্কৃতি এবং রাজনীতিতে গ্রথিত। মুসলমানদের থেকেও নিম্নবর্গীয় হিন্দুদের অচ্ছুৎ মনে করা হয়।ইতোপূর্বে বিভিন্ন খবরে দেখা গেছে,কপিলদেব নানাভাবে অপমানিত ও অপদস্ত হয়েছেন।
In the back, Kapil may be a worker of Congress!
BNP vs আওয়ামীলীগ এর বিষয় আছে নাকি।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]