খেলা
কামিন্স কেন উইকেটের ছবি তুলে রাখলেন?
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ১৮ নভেম্বর ২০২৩, শনিবার, ৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৪২ পূর্বাহ্ন
চলতি বিশ্বকাপের ভারত-নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনালে পিচ বদল নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। ইংলিশ সংবাদমাধ্যেম ডেইলি মেইল দাবি করে রাতারাতি আইসিসিকে না জানিয়ে সুবিধামতো উইকেট বদলে ফেলেছে ভারত। এমনকি এরপর এ বিষয়ে আইসিসিকে বিবৃতি দিতে হয়। এসব দেখে বোধহয় ফাইনালের আগে একটু বেশিই সতর্ক অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। যে কারণে উইকেটের ছবি তুলে নেন নিজের মোবাইলে।
আগামীকাল চলতি বিশ্বকাপের ফাইনালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। সেমিফাইনাল কাণ্ডের পর উইকেট নিয়ে আলোচনা এখনও চলমান। এর মধ্যে আজ উইকেট দেখার সময় কামিন্সকে দেখা যায় নিজের মোবাইলে ছবি তুলতে। মুহূর্তেই এই দৃশ্যের ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। অনেকে কমেন্টস করেন, ‘রাতারাতি উইকেট পরিবর্তন হলে যেন ধরতে পারেন এজন্য ছবি তুলে রাখছেন কামিন্স।’
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি সংবাদ সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে জানায়, ফাইনালের উইকেট একটু মন্থর হবে। এই মাঠে এবারের বিশ্বকাপে এর আগে একটি ম্যাচ হয়েছে ভারত ও পাকিস্তানের। একই উইকেটেই হবে ফাইনাল।
এনডিটিভির প্রতিবেদনের ভাষ্য অনুযায়ি, ‘কালো মাটির ওপরে যদি খুব ভারী রোলার ব্যবহার করা হয়, তাহলে তো বুঝতেই হবে যে একটি মন্থর ব্যাটিং উইকেট তৈরি করা হচ্ছে। যেখানে আপনি বড় স্কোর পাবেন ঠিক, কিন্তু ধারাবাহিকভাবে বাউন্ডারি মারতে পারবেন না। ৩১৫ রানও এখানে যথেষ্ট হতে পারে। তবে পরে ব্যাটিং করাটা কঠিন হবে।’