খেলা
প্রধানমন্ত্রীর সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত ক্রীড়াবিদরা
স্পোর্টস রিপোর্টার
২০ জুন ২০২২, সোমবার
অসহায় ক্রীড়াবিদ ও সংগঠক এবং তাদের পরিবারকে নিয়মিতই সহায়তার অনুদান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক একইভাবে দেশের জন্য সাফল্য বয়ে আনা ক্রীড়াবিদদেরও সংবর্ধনায় কার্পণ্য করেন না তিনি। এবার প্রধানমন্ত্রীর সংবর্ধনা পেলেন জাতীয় পুরুষ ফুটবল, অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল এবং ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দলের সদস্যরা। দেশের রাষ্ট্রপ্রধানের হাত থেকে এমন সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত ক্রীড়াবিদরাও। ২০২০ সালে মুজিববর্ষে নেপালের বিপক্ষে দুই ম্যাচে সিরিজ জয়ী ফুটবল দলের সদস্য জাতীয় দলের তারকা ফুটবলার তপু বর্মণ। প্রায় ছয় মাসের বেশি সময় মাঠের বাইরে। এই সময়টা তার খুব কষ্টে কেটেছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সংবর্ধনা পাওয়ার পর অনেকটা ফুরফুরে মেজাজে এই ফুটবলার। প্রধানমন্ত্রীর সংবর্ধনা পেয়ে তপু বলেন, ‘ইনজুরিতে পড়লে খুব কঠিন সময় যায় ক্রীড়াবিদদে। আজ (গতকাল) প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখলাম এবং ফুটবলের জন্য সংবর্ধনা পেলাম এটা আমাকে মানসিকভাবে দারুণ উদ্দীপ্ত করছে।’ তবে অর্থের অঙ্কের চেয়ে প্রধানমন্ত্রীর আন্তরিকতাকেই অনেক বেশি বড় করে দেখছেন ফুটবলাররা।