বাংলারজমিন
মানিকগঞ্জে অবরোধ সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়কে বিএনপির মিছিল
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে
(১ বছর আগে) ১৫ নভেম্বর ২০২৩, বুধবার, ১:২৬ অপরাহ্ন

মানিকগঞ্জে অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মুলজান ও ভাটবাউর এলাকা দলীয় নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। দলটির আহবায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান ও সদস্য সচিব অ্যাডভোকেট রাকিবুল হাসান রাকিবের নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মুলজান ও ভাটবাউর এলাকায় মিছিল করে।
এসময় সরকার পতনের একদফা আন্দোলন সফল করতে নানা শ্লোগান দেন দলটির নেতৃবৃন্দ।
এর আগে সকালে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়তপুর আঞ্চলিক মহাসড়কের মিতরা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও তার
অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
এছাড়া সাটুরিয়া উপজেলাতেও অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। তবে দুপুর পর্যস্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে অবরোধে ঢাকা-আরিচা মহাসড়কে দূরপাল্লার কোনো যানবাহন রাস্তায় চলাচল করেনি। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন স্বল্পতার কারণে কয়েকটি ছোট ফেরি চলাচল করলেও বড় ফেরি চলাচল কার্যত বন্ধ থাকতে দেখা গেছে।