ঢাকা, ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

রাজনীতি

শিমুল বিশ্বাসকে না পেয়ে ছোটভাইকে আটকের অভিযোগ

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ১৫ নভেম্বর ২০২৩, বুধবার, ১২:১২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:০১ অপরাহ্ন

mzamin

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের পাবনার বাসায় তল্লাশি চালিয়ে ছোটভাই পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও পাবনা জেলা আহবায়ক কমিটির সদস্য শহিদুর রহমান টুটুল বিশ্বাসকে আটক করেছে পাবনা পুলিশ। শিমুল বিশ্বাস অভিযোগ করেন, ১৩ নভেম্বর দিবাগত রাত সোয়া ২টার দিকে পুলিশ তার পাবনার বাসায় অভিযানকালে তাকে না পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে চরম দুর্ব্যবহার, হয়রানী ও ভয়ভীতি দেখায়। তিনি বলেন, ৯০ বৎসর উর্ধ্ব আমার  অসুস্থ মা’কে ঘুম থেকে ডেকে চরম অমানবিক আচরণ করে। একান্নবর্তী পরিবারের সকল সদস্যের ঘরে ঘরে খোঁজাখুঁজির নামে ভীতি ও ত্রাস সৃষ্টি করে। পরে ১৪ নভেম্বর বিকাল ৫ টার দিকে আমার সহোদর ছোট-ভাই সহিদুর রহমান বিশ্বাস টুটুলকে বিনা কারণে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। এদিকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে শিমুল বিশ্বাসের পাবনার বাসভবনে পুলিশের অভিযান এবং পরিবারের সদস্যদের সঙ্গে চরম দুর্ব্যবহার, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, দলদাস পুলিশ কতটা অমানবিক, বেপরোয়া এবং হিংস্র  হলে ৯০ বৎসর উর্ধ্ব একজন অশীতিপর বৃদ্ধাকে গভীর রাতে ঘুম থেকে তুলে চরম অমানবিক আচরণ করে ! এই হিংস্রতা বন্ধ এবং শহিদুর রহমান টুটুল বিশ্বাসকে অবিলম্বে মুক্তির দাবী জানান রিজভী।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: news@emanabzamin.com
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status